Weather Change Update: পূূবালি হাওয়া হু হু করে ঢুকছে বাংলায়, বদলে গেল আবহাওয়ার খেলা, রইল ওয়েদার অ্যালার্ট
- Reported by:Sarmistha Banerjee Bairagi
- hyperlocal
- Published by:Debalina Datta
Last Updated:
Weather Change Update: নতুন করে আবহাওয়ার বদল, এক নজরে দক্ষিণবঙ্গ!
advertisement
1/5

পুরুলিয়া : হালকা শীতের আমেজ গায়ে মাখতেই ফের দক্ষিণবঙ্গের পারদ ঊর্ধ্বমুখী। সকাল থেকেই উত্তরে হওয়া বইছে জেলা পুরুলিয়া সহ দক্ষিণের একাধিক জেলায়। ঝলমলে রোদ উঠতে দেখা গিয়েছে। এইদিন জেলা পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিন্ম তাপমাত্রার পারদ থাকতে পারে ১২ ডিগ্রি সেলসিয়াস বলে জানা গিয়েছে আবহাওয়া দফতর সূত্রে। তবে তাপমাত্রার পরিবর্তনের সঙ্গে পা মিলিয়ে বদলাচ্ছে আবহাওয়া। খানিকটা তাপমাত্রার বদল ঘটেছে জেলায়।
advertisement
2/5
দক্ষিণের জেলাগুলিতে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে বাড়তে পারে তাপমাত্রা। সঙ্গে বাড়বে কুয়াশায় দাপট। ভোরের দিকে ঘন কুয়াশায় মুড়েছে বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রাম। এছাড়া উপকূলবর্তী অঞ্চল গুলোও ঘন কুয়াশায় ঢেকেছে। পারদ ঊর্ধ্বতন হওয়ায় হালকা শীতেও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।
advertisement
3/5
দক্ষিণের পাশাপাশি উত্তরবঙ্গেও থাকছে শীতের দাপট। জমিয়ে শীতের আমেজ উপভোগ করছে উত্তর বঙ্গবাসী। তবে দক্ষিণের পাশাপাশি উত্তরবঙ্গে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। সপ্তাহান্তে দুই থেকে তিন ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রার পারদ।
advertisement
4/5
কুয়াশার দাপটও রয়েছে উত্তরের পার্বত্য এলাকা গুলিতে। জাঁকিয়ে শীত পড়তে এখনও বেশ দেরি আছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
advertisement
5/5
আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। যার প্রভাবে পশ্চিমি শীতল হাওয়ার দাপট কমছে। ইতিমধ্যে পূবালি বাতাস ঢুকতে শুরু করেছে বঙ্গে। মিলিত ফলস্বরূপ বাড়ছে তাপমাত্রা। শীতে ভাটা পড়ায় মন খারাপ শীতপ্রেমী মানুষদের। তবে নতুন সপ্তাহ শুরুতে পারদ পতনের সুখবরও রয়েছে। Input- Sharmistha Banerjee
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Weather Change Update: পূূবালি হাওয়া হু হু করে ঢুকছে বাংলায়, বদলে গেল আবহাওয়ার খেলা, রইল ওয়েদার অ্যালার্ট