BSF Urges To Stop: ভারত বাংলাদেশ পরিস্থিতির মধ্যেই এ কী কাণ্ড, সীমান্তে বিএসএফ আবেদন করল ‘দাঁড়িয়ে যাও’, চোখে গুলি, তারপর...

Last Updated:
India Bangladesh Relation: থামতে বললেও পালনোর চেষ্টা, সীমান্তে গুলি চালাল বিএসএফ...
1/5
:  থামতে বললেও পালনোর চেষ্টা, সীমান্তে গুলি চালাল বিএসএফ। উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করতে দেখেই সন্দেহ হয়েছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের, দেখেই তাকে থামানোর চেষ্টা করলেও পালানোর চেষ্টা করতেই বিএসএফের গুলিতে গুরুতর আহত এক। Photo- Representative
:  থামতে বললেও পালনোর চেষ্টা, সীমান্তে গুলি চালাল বিএসএফ। উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করতে দেখেই সন্দেহ হয়েছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের, দেখেই তাকে থামানোর চেষ্টা করলেও পালানোর চেষ্টা করতেই বিএসএফের গুলিতে গুরুতর আহত এক। Photo- Representative
advertisement
2/5
উত্তর ২৪ পরগনা বসিরহাট মহকুমা স্বরূপনগর থানার ভারত বাংলাদেশ সীমান্তে গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর গ্রামের কালঞ্জি ব্রিজের ঘটনা। এদিন বছর ৩৫ এর শাহাবুদ্দিন বিশ্বাস ভারত বাংলাদেশ সীমান্ত এদিন  কিছু পাচার করছিল বলে সন্দেহ৷ Photo- Representative 
উত্তর ২৪ পরগনা বসিরহাট মহকুমা স্বরূপনগর থানার ভারত বাংলাদেশ সীমান্তে গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর গ্রামের কালঞ্জি ব্রিজের ঘটনা। এদিন বছর ৩৫ এর শাহাবুদ্দিন বিশ্বাস ভারত বাংলাদেশ সীমান্ত এদিন  কিছু পাচার করছিল বলে সন্দেহ৷ Photo- Representative
advertisement
3/5
এরপর ১৪৩ নম্বর বিএসএফের জওয়ানরা প্রথমে তাকে দাঁড়াতে বললে সে না দাড়িয়ে পালাতে যায়, সেই সময় তার চোখে গুলি করে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে শাড়াপুল গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। Photo- Representative 
এরপর ১৪৩ নম্বর বিএসএফের জওয়ানরা প্রথমে তাকে দাঁড়াতে বললে সে না দাড়িয়ে পালাতে যায়, সেই সময় তার চোখে গুলি করে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে শাড়াপুল গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। Photo- Representative
advertisement
4/5
তারপর অবস্থার অবনতি হলে কোলকাতার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। প্রাথমিক অনুমান শাহাবুদ্দিন কোন কিছু অবৈধভাবে বাংলাদেশে পাচার করছিল যার কারণে বিএসএফ তাকে ধরতে গেলে সে পালিয়ে যায় তারপর দূর থেকে গুলি করে।
তারপর অবস্থার অবনতি হলে কোলকাতার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। প্রাথমিক অনুমান শাহাবুদ্দিন কোন কিছু অবৈধভাবে বাংলাদেশে পাচার করছিল যার কারণে বিএসএফ তাকে ধরতে গেলে সে পালিয়ে যায় তারপর দূর থেকে গুলি করে।
advertisement
5/5
বর্তমানে ভারত বাংলাদেশ সম্পর্ক যে জায়গায় দাঁড়িয়ে সেখানে ফের সীমান্ত দিয়ে অনৈতিক কর্মকাণ্ডের উদ্বিগ্ন বিএসএফ৷ Photo- Representative  Input- Julfikar Molla
বর্তমানে ভারত বাংলাদেশ সম্পর্ক যে জায়গায় দাঁড়িয়ে সেখানে ফের সীমান্ত দিয়ে অনৈতিক কর্মকাণ্ডের উদ্বিগ্ন বিএসএফ৷ Photo- Representative  Input- Julfikar Molla
advertisement
advertisement
advertisement