নিউ টাউনে স্বর্ণব্যবসায়ী হত্যাকাণ্ডে গ্রেফতার আরও ১৷ কোচবিহার থেকে বিবেকানন্দ সরকার ওরফে সোনাই নামে এক যুবককে গ্রেফতার করেছে বিধাননগর কমিশনারেটের গোয়েন্দা পুলিশ৷ এই নিয়ে স্বর্ণব্যবসায়ীকে অপহরণ করে খুনের ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হল ৪৷ পুলিশ সূত্রে খবর, কোচবিহারের বাসিন্দা ধৃত ওই যুবক গত ২৮ অক্টোবর নিউ টাউনে রাজগঞ্জের বিডিও-র ফ্ল্যাটে স্বর্ণব্যবসায়ী স্বপন কামিল্যাকে মারধরের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন৷ ওই স্বর্ণব্যবসায়ীর খোঁজে তাঁর পশ্চিম মেদিনীপুরের বাড়িতে যেদিন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন যান, সেদিনও এই বিবেকানন্দ সরকার নামে ওই যুবক বিডিও-র সঙ্গে ছিলেন৷
Last Updated: November 19, 2025, 02:31 IST