দক্ষিণ চব্বিশ পরগণার উস্তিতে রূপান্তরকামী খুনের ঘটনার কিনারা করল পুলিশ৷ দিল্লি থেকে গ্রেফতার করা হল মূল অভিযুক্ত কামালউদ্দিন হালদার ওরফে বাবুকে৷ গত ২৯ অক্টোবর উস্তিতে এক রূপান্তরকামীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়৷ পুলিশ সূত্রে খবর, ধৃত কামালউদ্দিনের সঙ্গে ওই রূপান্তরকামীর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল৷ যার সূত্রে বেশ কয়েকবার ওই রূপান্তরকামীর থেকে টাকাও নেয় অভিযুক্ত৷ এর পরই ওই রূপান্তরকামীকে খুন করে সে৷ ধৃতকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসা হচ্ছে৷
Last Updated: November 19, 2025, 02:42 IST