শুধু পূর্ব বর্ধমান নয়, ভিন জেলা থেকেও অনেকেই আসছেন শুধুমাত্র ফুচকা খাওয়ার জন্য। কাটোয়া শহরের কাশীশ্বরী বালিকা বিদ্যালয়ের সামনে বসে ফুচকা বিক্রি করেন শ্যামল দেবনাথ। তিনি বিভিন্ন সময় নানা ধরনের অফার দিয়ে থাকেন, এছাড়া শ্যামলের ফুচকার একটা আলাদা কদর রয়েছে শহরের মধ্যে। তবে এবার তিনি নিয়ে এসেছেন আরও দারুণ দারুণ অফার।
advertisement
এই প্রসঙ্গে তিনি বলেন, “নতুন বছরের জন্য এবং আসন্ন সরস্বতী পুজোকে সামনে রেখে বিশেষ করে প্রেমিক প্রেমিকাদের জন্য রয়েছে প্রচুর অফার। পাঞ্জাবী, ব্লুটুথ হেডফোন, ছয় হাজার টাকা দামের শেরওয়ানি সহ আরও প্রচুর উপহার আছে। ৫০ থেকে শুরু করে যে যত বেশি ফুচকা খাবে তার উপর তাকে সেইরকম উপহার দেওয়া হবে।”
ফুচকা খেলেই এবার মিলছে ব্লুটুথ হেডফোন, রুপোর পেন থেকে শুরু করে ছয় হাজার টাকা দামের দামী শেরওয়ানি সহ আরও নানা জিনিস। শ্যামল দেবনাথের কথায়, প্রেমিক প্রেমিকাদের কথা মাথায় রেখে তাদের জন্য রয়েছে সরস্বতী পুজোয় পড়ার পাঞ্জাবী, আবার রয়েছে কথা বলার জন্য ব্লুটুথ হেডফোন। সকলকে আনন্দ দেওয়ার জন্যই তাঁর এই বিশেষ অফার। প্রতিদিনই তাঁর কাছে ফুচকা খাওয়ার জন্য অনেকেই ভিড় জমাচ্ছেন। অনেকেই অল্প টাকা দিয়ে বেশি ফুচকা খেয়ে বিনামূল্যে জিতেও নিচ্ছেন বিভিন্ন পুরস্কার।
সেরকমই ফুচকা খেতে এসে বিনা দাস বলেন, “আমি আগেও ফুচকা খেয়ে উপহার পেয়েছি। সেই জন্য আবার এসেছি ফুচকা খেতে এবং চ্যালেঞ্জ কমপ্লিট করতে। ফুচকার স্বাদ সত্যিই বেশ ভাল।”এককথায় বলতে গেলে একাধিক অফার দিয়ে কাটোয়া শহর পুরো মাতিয়ে রেখেছেন ফুচকা বিক্রেতা শ্যামল। সোনা থেকে শুরু করে রুপোর পেন আবার দামী শেরওয়ানি দিয়ে তিনি রীতিমত নজর কাড়ছেন বহু মানুষের। সরস্বতী পুজো পর্যন্ত এই বিভিন্ন অফার চলবে বলেই জানা গিয়েছে।





