TRENDING:

Shaktigarh Traffic Jam : আলু ঢেলে জাতীয় সড়ক অবরোধ কৃষকদের, কেন?

Last Updated:

Shaktigarh Traffic Jam : এই অবরোধের জেরে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। অনেক গাড়ি দীর্ঘক্ষণ আটকে পড়ে। কেন এই অবরোধ?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শক্তিগড় : বর্ধমানের শক্তিগড়ে দু নম্বর জাতীয় সড়ক অবরোধ করলেন কৃষকরা। এর ফলে এই জাতীয় সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে শক্তিগড় থানার পুলিশ গিয়ে কৃষকদের সঙ্গে কথা বলে অবরোধ তোলে। হঠাৎ এই অবরোধের জেরে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। অনেক গাড়ি দীর্ঘক্ষণ আটকে পড়ে। কেন এই অবরোধ?
অবরোধের জেরে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা
অবরোধের জেরে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা
advertisement

আলু জমি জল থই থই, তার প্রতিবাদেই জাতীয় সড়ক অবরোধ করেন এলাকার কৃষকরা। রাস্তায় আলু ঢেলে অবরোধ করা হয়।

এখন ওই এলাকায় জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ চলছে। তার জেরে নিকাশি নালাগুলি বন্ধ। ফলে জল বের হওয়ার জায়গা পাচ্ছে না। তার ওপর সেচের জন্য জল ছেড়েছে ডিভিসি। নিকাশি নালা বন্ধ থাকায় ভেসে যাচ্ছে আলু জমি। এর ফলে আলু পচে যাবে বলে আশংকা করছেন কৃষকরা। প্রতিবাদে পথ অবরোধ করেন তাঁরা।

advertisement

আরও পড়ুন : আসেন বরযাত্র্রীরা, পাত পেড়ে বসে খাওয়া হয় নিমন্ত্রণ পর্ব, প্রাচীন এই মন্দিরে মহাশিবরাত্রিতে বিয়ে হয় শিব পার্বতীর

কৃষকরা বলছেন, বেশ কিছুদিন ধরেই জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ চলছে। সেই কাজের জন্যই নিকাশি নালাগুলি বন্ধ করে রাখা হয়েছে। ফলে জল বের হওয়ার জায়গা পাচ্ছে না। এর ওপর রবিবার মুষলধারে বৃষ্টি হয়েছে। সেই জল বের হওয়ার জায়গা না পেয়ে জমিতে জমছে। মরার ওপর খাঁড়ার ঘায়ের মতো দেখা দিয়েছে ডিভিসির ছাড়া জল। বোরো চাষের জন্য জল ছেড়েছে ডিভিসি। সেই জলও আলু জমিতে জমছে।

advertisement

আরও পড়ুন : মহাশিবরাত্রিতে মহা সমারোহে সেজে ওঠে রাজবাড়িতে ৩৫০ বছরের প্রাচীন শিবমন্দির

আরও পড়ুন : বাড়িতে মহাশিবরাত্রি পুজো করলে কী কী উপকরণ প্রয়োজন হবে? কোন প্রহরে কোন উপকরণে পুজো করবেন?

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

কৃষকরা বলছেন, নিকাশি নালাগুলি বন্ধ। জাতীয় সড়ক লাগোয়া নয়ানজুলিতেও জল যেতে পারছে না। তার ফলে পরিস্থিতি জটিল আকার নিয়েছে। তাঁরা বলছেন, এমনিতেই দফায় দফায় বৃষ্টি আলু চাষের দফারফা করে ছেড়েছে। প্রথমে যে চাষ হয়েছিল তা অতিবৃষ্টিতে পচে গিয়েছিল। ফের বাড়তি খরচ করে নতুন করে চাষ করতে হয়। তারপর প্রতিকূল আবহাওয়ার মুখে পড়তে হয়েছে বার বার। এখন ধসা রোগ থেকে চাষ বাঁচাতে প্রচুর টাকার কীটনাশক প্রয়োগ করতে হচ্ছে। এর ওপর জমি জলে ভেসে গেল। এখন আর কোনও ফলনই মিলবে না বলে আশংকা করা হচ্ছে। কারণ, জমিতে এভাবে জল দাঁড়িয়ে থাকলে আলু পচে যাবে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Shaktigarh Traffic Jam : আলু ঢেলে জাতীয় সড়ক অবরোধ কৃষকদের, কেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল