TRENDING:

Pahalgam Terrorist Attack: নৃশংস হত্যালীলা, রক্ত বন্যা কাশ্মীরে, পেহেলগাঁও জঙ্গি হানার প্রতিবাদে যা করল এই ব্যক্তি...

Last Updated:

Pahalgam Terrorist Attack: শিল্পীর রং তুলিতে পেহেলগাঁও জঙ্গি হানার প্রতিবাদ! জম্মু এবং কাশ্মীর পেহেলগাঁও উপত্যকায় নৃশংসভাবে হত্যালীলা চালিয়েছে। জঙ্গিদের আক্রমণে ভূ-স্বর্গে প্রাণ হারায় প্রায় ২৬-২৭ জন মানুষ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া: শিল্পীর রং তুলিতে পেহেলগাঁও জঙ্গি হানার প্রতিবাদ! জম্মু এবং কাশ্মীর পেহেলগাঁও উপত্যকায় নৃশংসভাবে হত্যালীলা চালিয়েছে। জঙ্গিদের আক্রমণে ভূ-স্বর্গে প্রাণ হারায় প্রায় ২৬-২৭ জন মানুষ। ঘটনায় যুক্ত জঙ্গিদের খুঁজে বের করতে তৎপর ভারতীয় প্রতিরক্ষা বাহিনী।
advertisement

মর্মান্তিক দৃশ্য, আনন্দ উপভোগ করতে বেড়াতে গিয়ে ঘরে ফিরল পর্যটকের লাশ। এমন ঘৃণ্য ঘটনায় কাশ্মীরে থেকে কন্যাকুমারী সর্বত্রই প্রতিবাদের ঝড়। এই নৃশংস হত্যাকাণ্ডকে প্রতিবাদ জানিয়ে এক শিল্পী তার শিল্পকলার মাধ্যমে তুলে ধরেছেন সমাজের এক ভয়াবহ সংঘর্ষের চিত্র।

আরও পড়ুন-আসছে কালবৈশাখী…! ভাঙবে সব রেকর্ড, ৬০ কিমি বেগে তুমুল ঝড়-বৃষ্টি, ভাসবে কোন কোন জেলা? আবহাওয়ার বড় খবর দিল আলিপুর

advertisement

শিল্পী সুরজিৎ তার এই চিত্রে দেখিয়েছেন এক শিশু যা ফুলের মত নিষ্পাপ তার হাতে রাইফেল তুলে নিয়েছে। যা যুদ্ধ এবং হিংসতার প্রতীক। এই ছবিতে দেখা যাচ্ছে, শিশুর ঠিক পায়ের নিচে সারি সারি মৃত মানুষের মাথার খুলি। যা নৃশংস মৃত্যু উপত্যকাকে বুঝিয়েছেন শিল্পী। একইসঙ্গে তার ঠিক ওপরে একটি টার্গেট বা নিশানা বিন্দু দেখান হয়েছে। যেখানে বেছে বেছে মানুষদের হত্যা করা হচ্ছে। এমন হিংসাত্মক ঘটনা যারা ঘটিয়ে অশান্ত করে তোলে। অপরাধকারী বা জঙ্গিদের সেই চেষ্টাকে ব্যর্থ করতে যেভাবে বায়ুসেনা এবং আর্মি তারা মোকাবিলা করে, সেই দৃশ্যও ফুটিয়ে তোলা হয়েছে।

advertisement

আরও পড়ুন-অস্ত যাচ্ছে বুধ, আগামী ২৫ দিন…! ত্রিভুবন কাঁপাবে ৪ রাশি, অঢেল অর্থলাভ, লাগবে লটারি, গোল্ডেন টাইমে খুলবে ভাগ্য টাইমে খুলবে ভাগ্য

বর্তমান সময়ে এর আগেও বিভিন্ন শিল্পকলার মাধ্যমে সমাজকে নানান বার্তা পৌঁছে দিয়েছেন। প্রতিবাদে বারবার রং তুলির মাধ্যমে শিল্পী সুরজিৎ অধিকারী প্রতিবাদ জানিয়েছেন। এবারও প্রতিবাদে সামিল শিল্পী। শিল্পী সুরজিৎ অধিকারী বিশ্বভারতী কলা ভবন থেকে স্নাতকোত্তর পাশ করে, তিনি তার শিল্পকলা’কে জীবনের লক্ষ্য হিসেবে বেছে নিয়েছেন। তার শিল্পকলার মাধ্যমে সমাজের নানা চরিত্রকে তিনি ফুটিয়ে তোলেন তার ছবির মাধ্যমে। এবং শিল্পী সুরজিৎ অধিকারী এই নৃশংস ভয়াবহ হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন তার এই ছবির মাধ্যমে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শান্তিকেতনে রয়েছে কবিগুরুর ছাপাখানা, ঐতিহ্য-ইতিহাস
আরও দেখুন

রাকেশ মাইতি

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Pahalgam Terrorist Attack: নৃশংস হত্যালীলা, রক্ত বন্যা কাশ্মীরে, পেহেলগাঁও জঙ্গি হানার প্রতিবাদে যা করল এই ব্যক্তি...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল