আরও পড়ুন: রাস্তা থেকে নিরাপদ দূরত্বেই দাঁড়িয়ে ছিলেন, বেপরোয়া লরি উড়িয়ে দিল পথচারীকে
লোকসভা ভোটের প্রাক্কালে কেন্দ্রীয় সরকারের আদ্রা ডিভিশনে ৭৯০ কোটিরও বেশি অর্থে রেলের একাধিক প্রকল্পের কাজের সূচনা হতে চলেছে। এই প্রকল্পের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার মধ্যে মোট ১৫ টি অমৃত ভারত স্টেশনের প্রকল্প রয়েছে। এছাড়া এবিএসএস, আরইউবি, আরওবি, এলএইচএস প্রকল্প রয়েছে। বাংলার গুরুত্বপূর্ণ জেলা বাঁকুড়া। পর্যটন মানচিত্রে এই জেলার যথেষ্ট গুরুত্ব আছে। তার মধ্যে বিষ্ণুপুর অন্যতম। সেই বিষ্ণুপুর স্টেশন এবার সেজে উঠবে জয়রামবাটি মন্দিরের আদলে। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উদ্বোধন করবেন এই প্রকল্পের।
advertisement
আদ্রা ডিভিশনের অন্তর্গত যে ১৫ টি অমৃত ভারত স্টেশন রয়েছে তার মধ্যে ১২ টি স্টেশনই বাংলার। বাকি ৩ টি ঝাড়খণ্ডের। সংশ্লিষ্ঠ ১২ টি স্টেশন রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানে। একাধিক প্রকল্প রয়েছে পূর্ব বর্ধমান লোকসভা কেন্দ্রে। ওই দিনই ভিডিও কনফারেন্সের মাধ্যমে সমগ্র দেশের নিরিখে ৫৫৪ টি অমৃত ভারত স্টেশন সহ আরও ১৫০০ প্রকল্পের কাজের সূচনা হবে প্রধানমন্ত্রীর হাত ধরে। বিষ্ণুপুর স্টেশনকে মডেল করার ক্ষেত্রে বিষ্ণুপুর সাংসদ জানান, ৫৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে মডেল স্টেশনের জন্য। এছাড়াও ওন্দা এবং সোনামুখী নির্বাচন করা হলেও অঙ্কন প্রক্রিয়া এখনও শুরু হয়নি।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
রেল সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ-পূর্ব রেলের ৪৬-টি স্টেশন জায়গা পেয়েছে অমৃত ভারত প্রকল্পে। সমগ্র আদ্রা ডিভিশনে অমৃত ভারত স্টেশনের জন্য ৪০৯.৩৭ কোটি বরাদ্দ রয়েছে। তার মধ্যে বাংলার ১২ টি স্টেশনের জন্য ২৭০.১৪ কোটি টাকা বরাদ্দ হয়েছে। ঝাড়খণ্ডের তিন স্টেশনের জন্য বরাদ্দকৃত অর্থের পরিমাণ ১৩৯.২৩ কোটি টাকা।
নীলাঞ্জন ব্যানার্জি