Road Accident: রাস্তা থেকে নিরাপদ দূরত্বেই দাঁড়িয়ে ছিলেন, বেপরোয়া লরি উড়িয়ে দিল পথচারীকে

Last Updated:

খানাকুল থেকে আরামবাগের দিকে আলু বোঝাই একটি লরি দ্রুতগতিতে আসছিল। সেটি হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা অমর বাগকে সজোরে ধাক্কা মারে

থানা 
থানা 
হুগলি: লরির বেপরোয়া গতির শিকার হল পথচারী। পুড়শুড়ায় আলু বোঝাই লরির ধাক্কায় মৃত্যু হল অমর বাগ (৫৫) নামে এক পথচারীর। স্থানীয়দের থেকে জানে গিয়েছে, অমরবাবু রাস্তার ধারে নিরাপদ দূরত্বেই দাঁড়িয়েছিলেন। লরিটিই দ্রুত গতিতে ছুটে এসে তাঁকে সজরে ধাক্কা মারে।
সোমবার সাত সকালে এই মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটেছে হুগলির পুড়শুড়ার চিলাডাঙি এলাকায়। জানা গিয়েছে, খানাকুল থেকে আরামবাগের দিকে আলু বোঝাই একটি লরি দ্রুতগতিতে আসছিল। সেটি হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা অমর বাগকে সজোরে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে রাস্তার উপর ছিটকে পড়েন তিনি। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে শ্রীরামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
পরিবারের সদস্যরা জানিয়েছেন, অমরবাবু রাজস্থানে সোনা-রুপোর গয়নার কাজ করতেন। বাড়ি ফিরেছিলেন। একটি দরকারে এদিন চিলাডাঙি এলাকায় গিয়েছিলেন। সেখানেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। গোটা ঘটনায় শোকে ভেঙে পড়েছে মৃতের পরিবার।
শুভজিৎ ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Road Accident: রাস্তা থেকে নিরাপদ দূরত্বেই দাঁড়িয়ে ছিলেন, বেপরোয়া লরি উড়িয়ে দিল পথচারীকে
Next Article
advertisement
মৃত্যুর আগে লাস ভেগাস থেকে কী পোস্ট করেছিলেন অনুনয় সুদ? লিখেছিলেন, 'এখনও বিশ্বাস হচ্ছে না...'
মৃত্যুর আগে লাস ভেগাস থেকে কী পোস্ট করেছিলেন অনুনয় সুদ? লিখেছিলেন,'এখনও বিশ্বাস হচ্ছে না’
  • মৃত্যুর আগে লাস ভেগাস থেকে কী পোস্ট করেছিলেন অনুনয় সুদ?

  • লিখেছিলেন, 'এখনও বিশ্বাস হচ্ছে না...'

  • অনুনয় সুদের শেষ পোস্ট দেখে নিন

VIEW MORE
advertisement
advertisement