বিষয় বস্তু যথেষ্ট যথার্থ। প্রচণ্ড দাবদাহে তারা চায় মর্নিং স্কুল, আর পেরে উঠছে না তারা। এমনই এক কারণে সোজা হেড মাস্টারের কাছে শিশু সংসদ। এমনই এক মৌলিক ছবি ধরা পড়ল বাঁকুড়ায়।
advertisement
চাতরী নিম্ন বুনিয়াদী আবাসিক বিদ্যালয়ের শিশু সংসদের সদস্য/সদস্যরা ডেপুটেশন দিল, যাতে এই প্রচন্ড দাবদাহে বিদ্যালয়ে যেন মর্নিং স্কুল চালু করা হয়। প্রচণ্ড দাবদাহে কেউ কেউ করছে বমি। সব কথা চিন্তা করেই শিশু সংসদের সিদ্ধান্ত যে তাদের দাবি তারা তুলে ধরবে শিক্ষকের কাছে। ঠিক যেভাবে একটি ডেপুটেশন দেওয়া হয় সেভাবেই, শান্তি বজায় রেখে তারা কাজটি করে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানিয়েছেন, বাচ্চাদের দেওয়া এই ডেপুটেশনের দাবি তিনি পৌঁছে দেবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। বিষয়টি নজর কেড়েছে সাধারণ মানুষের। ছোট্ট ছোট্ট পায়ে, ছাত্র-ছাত্রীরা পৌঁছে গেল প্রধান শিক্ষকের অফিসের সামনে। তারপর স্লোগানের মাধ্যমে বুঝিয়ে দিল ঠিক কি চায় তারা। ভিতর থেকে এল ডাক, শিশু সংসদের হাতেগোনা কয়েকজন প্রতিনিধি ভেতরে গেল। চলল আলোচনা।
নীলাঞ্জন ব্যানার্জী





