Bankura News: আপনার স্পেশাল দিন স্পেশাল ভাবে পালন করতে চান! এর থেকে পারফেক্ট জায়গা আর হবে না, মিলবে ঈশ্বরের আশীর্বাদ

Last Updated:
স্পেশাল দিনে ঈশ্বরের আশীর্বাদ পেতে এই জায়গা যেতে ভুলবেন না
1/6
বাঁকুড়ার ওন্দার রামসাগরের অমর সেবা সংঘ বৃদ্ধাশ্রম। পশ্চিমবঙ্গ সরকার এবং ভারত সরকার অ্যাফিলিয়েটেড এই বৃদ্ধাশ্রমে শুধুই ভালো লাগা
বাঁকুড়ার ওন্দার রামসাগরের অমর সেবা সংঘ বৃদ্ধাশ্রম। পশ্চিমবঙ্গ সরকার এবং ভারত সরকার অ্যাফিলিয়েটেড এই বৃদ্ধাশ্রমে শুধুই ভাল লাগা।
advertisement
2/6
বর্তমানে বৃদ্ধাশ্রমে রয়েছেন ২৫ জন বৃদ্ধ বৃদ্ধা। যাদের প্রত্যেকেরই দেখার কেউ নেই। কারুর হাত নেই ,কারুর পা নেই, কেউ আবার চোখে দেখতে পান না।
বর্তমানে বৃদ্ধাশ্রমে রয়েছেন ২৫ জন বৃদ্ধ বৃদ্ধা। যাদের প্রত্যেকেরই দেখার কেউ নেই। কারো হাত নেই, কারো পা নেই, কেউ আবার চোখে দেখতে পান না।
advertisement
3/6
অমর সেবা সঙ্গে এইরকমই প্রকৃত একাকী বৃদ্ধ বৃদ্ধারা এক ছাদের তলায় অত্যন্ত কষ্টের সাথে করছেন দিন যাপন।
অমর সেবা সঙ্গে এইরকমই প্রকৃত একাকি বৃদ্ধ বৃদ্ধারা এক ছাদের তলায় অত্যন্ত কষ্টের সঙ্গে করছেন দিনযাপন।
advertisement
4/6
বৃদ্ধাশ্রম এর সুপারিনটেনডেন্ট জানান,
বৃদ্ধাশ্রমের সুপারিনটেনডেন্ট জানান, "বিভিন্ন সহৃদয় ব্যক্তিরা আসেন এবং নিজেদের বিশেষ দিনগুলি উদযাপন করেন আমাদের বৃদ্ধাশ্রমে, এতে সকলেই আনন্দ পান।"
advertisement
5/6
এই বৃদ্ধাশ্রমে যারা রয়েছেন তাদের প্রত্যেকেরই রয়েছে একটি তিক্ত অতীত। কিন্তু শত সহস্র না পাওয়ার মধ্যেও এই বৃদ্ধাশ্রমে কেউ একাকী নয়।
এই বৃদ্ধাশ্রমে যারা রয়েছেন তাদের প্রত্যেকেরই রয়েছে একটি তিক্ত অতীত। কিন্তু শত সহস্র না পাওয়ার মধ্যেও এই বৃদ্ধাশ্রমে কেউ একাকি নয়।
advertisement
6/6
মানসিক শান্তি ,সাহচর্য এবং একরাশ গল্প আড্ডা ও হাসির মধ্যে দিয়ে দিন কাটছে প্রত্যেকের। সরকারি আর্থিক সহায়তা পেলে জীবন চর্চা সহজ হবে বলে মনে করছেন প্রত্যেকেই।
মানসিক শান্তি ,সাহচর্য এবং একরাশ গল্প আড্ডা ও হাসির মধ্যে দিয়ে দিন কাটছে প্রত্যেকের। সরকারি আর্থিক সহায়তা পেলে জীবন চর্চা সহজ হবে বলে মনে করছেন প্রত্যেকেই।
advertisement
advertisement
advertisement