আরও পড়ুন: ভাইফোঁটায় পুরুলিয়ার বাজার কাঁপাচ্ছে এই মিষ্টিগুলি, দেখুন ভিডিও
ভিড় সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে পুজো উদ্যোক্তা থেকে প্রশাসনকে। লাইনে দাঁড়িয়ে সকলেই একবার ভূতেদের দর্শন পেতে চাইছেন। উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, মানুষ ভয় পাবে এমন করে তাঁরা গোটা আবহ তৈরি করেছেন। প্রবেশের সঙ্গে সঙ্গেই হার হিম হয়ে যাচ্ছে সকলের। অনেকেই আবার ভয়ে চিৎকার জুড়ে দিচ্ছেন মণ্ডপের ভেতরেই। বাচ্চাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা হচ্ছে পুজো উদ্যোক্তাদের তরফে। নানা রকম ভূত তো রয়েচেই, তাদের কার্যকলাপও ভয় ধরাতে বাধ্য। অন্ধকারে ঘাড় মটকে যাচ্ছে ভূতের, উল্টে যাচ্ছে মুখ। শোনা উঠছে ভৌতিক সব শব্দ।
advertisement
জেলার মধ্যে বারাসত, মধ্যমগ্রামের কালীপুজোগুলির মধ্যে অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে প্রেত লোকের এই শ্যামা পুজো। রাত বাড়লেই বাড়ছে ভিড়, সারারাত ধরে চলছে ঠাকুর দেখার পালা। তাই এই প্রেত মহল একবার দর্শন করতে চাইলে আসতেই হবে মধ্যমগ্রামে। তবে মনে ভয় থাকলে এড়িয়ে যাওয়াই ভাল, না হলেই বিপদ।
রুদ্রনারায়ণ রায়