TRENDING:

Abhishek Banerjee|| ২২ মে পুরুলিয়ায় অভিষেকের নব জোয়ার যাত্রা, কী কৌশলে বাজিমাত? মিলল ইঙ্গিত

Last Updated:

Abhishek Banerjee: তৃণমূলের নব জোয়ার যাত্রায় ২২ শে মে পুরুলিয়ায় আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুরু হয়েছে প্রস্তুতি সভা!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া: নব জোয়ার যাত্রা কর্মসূচির পূর্বেই তৃণমূলের প্রস্তুতি সভার আয়োজন করা হয় পুরুলিয়ায়। প্রসঙ্গত, আগামী ২২ মে নব জোয়ার অংশস্বরূপ পুরুলিয়া সফরে আসতে চলেছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। রীতিমত প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে গোটা জেলা জুড়ে।
advertisement

তৃণমূলের নব জোয়ার যাত্রা কর্মসূচি সফলভাবে সম্পন্ন করতে কাশীপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শনিবার একটি প্রস্তুতি সভার আয়োজন করা হয়। কাশীপুরের তরুণ সংঘ লাইব্রেরীতে এই সভা অনুষ্ঠিত হয় এই দিন। কর্মীদের উদ্দেশ্যে এই সভাকে সফলভাবে সম্পন্ন করার জন্য বিশেষ বার্তা দেওয়া হয়।

আরও পড়ুনঃ যাত্রীর ব্যাগে চকচক করছে ওটা কী! স্ক্যানারে দেখা যেতেই বিমানবন্দরে হইহই কাণ্ড

advertisement

এ প্রসঙ্গে পুরুলিয়া জেলা পরিষদের সভাপতি তথা কর্মাধ্যক্ষ সৌমেন বেলথড়িয়া বলেন‌ , তৃণমূলের নব জোয়ার যাত্রায় রেকর্ড সংখ্যক মানুষ উপস্থিতি থাকবে। গোটা এলাকাকে নিরাপত্তা বলয়ের মধ্যে রাখা হবে। ‌সমগ্র কর্মসূচিকে কীভাবে সু-সম্পন্ন করা যায় সে বিষয়ে বৈঠক করা হল।

আরও পড়ুনঃ মোকার তাণ্ডবে উত্তাল সমুদ্র! স্নান করতে নেমেছিলেন, তারপর যা ঘটল…! দিঘায় আতঙ্ক

advertisement

এ দিনের সভায় উপস্থিত ছিলেন, পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন বেলথড়িয়া, রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদক স্বপন বেলথড়িয়া, মহিলা তৃণমূল কংগ্রেসের পুরুলিয়া জেলা সভাপতি সুমিতা সিং মল্ল, তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের পুরুলিয়া জেলা সভাপতি উজ্জ্বল কুমার, জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি নরেন চক্রবর্তী, তৃণমূল কংগ্রেসের কাশীপুর ব্লক সভাপতি সুদেব হেমব্রম সহ বহু বিশিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ।

advertisement

পঞ্চায়েত ভোটকে সামনে রেখে তৃণমূলের নয়া উদ্যোগ নব জোয়ার যাত্রা। এই নব জোয়ার যাত্রা কর্মসূচি নিয়ে আগামী ২২ মে তিন দিনের পুরুলিয়া সফর সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তার আগমনের পূর্বেই গোটা জেলা জুড়ে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। দফায় , দফায় সম্পন্ন হচ্ছে বৈঠক। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পুরুলিয়া সফর সুষ্ঠুভাবে সম্পন্ন করা পুরুলিয়া জেলা তৃণমূলের কাছে এখন বড় চ্যালেঞ্জ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দু’ পাশ দিয়ে বয়ে যাচ্ছে মহানন্দা ও মহিষমারি, মাঝে দাঁড়িয়ে উত্তরবঙ্গের একমাত্র সূর্যমন্দির
আরও দেখুন

শর্মিষ্ঠা ব্যানার্জি

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Abhishek Banerjee|| ২২ মে পুরুলিয়ায় অভিষেকের নব জোয়ার যাত্রা, কী কৌশলে বাজিমাত? মিলল ইঙ্গিত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল