TRENDING:

Pranab Mukherjee Durga Puja: নেই প্রণব, কীর্ণাহারের মুখার্জী বাড়ির দুর্গাপুজোয় সেই জৌলুস কই!

Last Updated:

Pranab Mukherjee Durga Puja: সালটা তখন ২০২০ এর ৩১ অগাস্ট হঠাৎ টিভির পর্দায় ভেসে ওঠে প্রয়াত প্রণব মুখোপাধ্যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম: বছর ঘুরে আবার বাপের বাড়ি ফিরেছে উমা। নিয়ম মেনে হচ্ছে পুজো। হচ্ছে চণ্ডীপাঠ। কিন্তু যাঁর চণ্ডীপাঠের জন্য অপেক্ষা করে থাকতেন সবাই, বাড়ির সেই মানুষটাই নেই। ৪ বছর আগে সবাইকে ছেড়ে চলে গিয়েছেন বাড়ির ছেলে। প্রণব মুখোপাধ্যায় দেশের একমাত্র বাঙালি রাষ্ট্রপতি।
advertisement

সালটা তখন ২০২০ এর ৩১ অগাস্ট হঠাৎ টিভির পর্দায় ভেসে ওঠে প্রয়াত প্রণব মুখোপাধ্যায়। এই ভাবে তাকে ছাড়াই ৪ বছর পুজো হচ্ছে বীরভূমের মিরাটির মুখার্জী ভবনে। পুজোর ৪ দিন হাজার ব্যাস্ততার মাঝে তিনি কাটাতেন বাড়িতে। নিষ্ঠার সঙ্গে পরিপাটি করে পুজোর চার দিন পুজো করতেন প্রাক্তন রাষ্ট্রপতি।নিরাপত্তার কড়াকড়ি,পুজোর এক মাস আগে থেকেই সেজে উঠত বাড়ি উঠন, শুরু হতো ভিআইপিদের আনাগোনা পূজোর চার দিন গমগম করত কীর্ণাহারের এই বাড়ি।

advertisement

আরও পড়ুন: কলকাতা-হাওড়ার শারদ উৎসবে শামিল হতে শহরে নাড্ডা, মহাসপ্তমীতে বাড়তি উন্মাদনা

বাড়ির ভিতরেই রয়েছে দূর্গা মন্দির সেখানেই পুজো করতেন প্রণব মুখোপাধ্যায় পূজো এখনো হয় তবে সেই জৌলুস আর নেই। যার চন্ডিপাঠ শোনার জন্য গোটা একটা বছর অপেক্ষা করে থাকতো গ্রামের মানুষ। তাকে ছাড়াই আজও হচ্ছে চণ্ডীপাঠ গ্রামের মানুষেরা অনুভব করেন এই চন্ডিপাঠ এর মধ্যেই এখনো বেঁচে রয়েছেন গ্রামের সবার আদরের পল্টু (প্রণব মুখোপাধ্যায়)। পরনে সাদা ধুতি গায়ের পাটবস্ত উত্তরীয় সপ্তমী সকালে কলা বউ স্নান থেকে শুরু করে অষ্টমীর চণ্ডীপাঠের মধ্যে এখনও সবাই চোখে হারায় পল্টুকে।

advertisement

আরও পড়ুন: তিনি নেই, তবু তিনি আছেন… একডালিয়া এভারগ্রিনের প্রাণপুরুষ সুব্রত মুখোপাধ্যায়, এবছর ৮১-তে পা পুজোর

১৮৯৬ সালে, প্রণব মুখোপাধ্যায়ের ঠাকুরদা তারকনাথ মুখোপাধ্যায়ের হাত ধরে মুখার্জী ভবনে দুর্গাপুজো শুরু হয়। একটা সময় নিজের কাঁধেই এই পুজো দায়িত্ব তুলে নেন প্রণব মুখোপাধ্যায়। বংশ পরম্পরায় উমা বন্দনা চলে আসছে। এবছর ১২৯ বছরে পা দিল এই পুজো।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
একই দিনে হাওড়ায় দু'টি বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভয়াবহ রূপ নিল লেলিহান শিখা, অল্পের জন্য রক্ষা
আরও দেখুন

—— সৌভিক রায়

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Pranab Mukherjee Durga Puja: নেই প্রণব, কীর্ণাহারের মুখার্জী বাড়ির দুর্গাপুজোয় সেই জৌলুস কই!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল