J. P Nadda: কলকাতা-হাওড়ার শারদ উৎসবে শামিল হতে শহরে নাড্ডা, মহাসপ্তমীতে বাড়তি উন্মাদনা
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
কলকাতা বিমানবন্দরে জেপি নাড্ডাকে স্বাগত জানাতে শুভেন্দু, সুকান্ত ছাড়াও উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ, রাহুল সিনহা অগ্নিমিত্রা পাল সহ বঙ্গ ও কেন্দ্রীয় নেতৃত্বের অনেকেই।
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: অমিত শাহর পর আজ বাংলায় জে পি নাড্ডা। কয়েকদিন আগেই সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর উদ্বোধনে কলকাতায় এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অযোধ্যার রাম মন্দিরের আদলে সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গোৎসবের সূচনা হয় অমিত শাহর হাত ধরে। আর আজ, শনিবার কলকাতার একাধিক পুজোয় অংশ নেওয়ার পাশাপাশি হাওড়াতেও শারদ উৎসবে শামিল হতে চলেছেন জে পি নাড্ডা।
বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে আজ সর্বক্ষণ সফরসঙ্গী থাকবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। বাংলার শারদ উৎসবে দলের প্রভাব বাড়াতে চাইছে বঙ্গ পদ্ম শিবির। বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। তার আগে বঙ্গে জনসংযোগকে হাতিয়ার করতেই শাহ-নাড্ডার বঙ্গ সফর বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের।

advertisement
advertisement
হাওড়ার বেলিলিয়াস রোড, শোভাবাজার রাজবাড়ি, নিউ মার্কেট দুর্গোৎসব, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোয় আংশ নেবেন নাড্ডা। সবশেষে নিউটাউনের একটি হোটেলে বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গেও আজ বৈঠক করতে পারেন বিজেপি সর্বভারতীয় সভাপতি। ইতিমধ্যেই কলকাতায় পৌঁছেছেন জে পি নাড্ডা। ধুতি পাঞ্জাবি পরে উৎসবের বাংলায় এলেন নাড্ডা। কলকাতা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও অন্যান্য বিজেপি নেতৃত্ব।
advertisement
কলকাতা বিমানবন্দরে জেপি নাড্ডাকে স্বাগত জানাতে শুভেন্দু, সুকান্ত ছাড়াও উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ, রাহুল সিনহা অগ্নিমিত্রা পাল সহ বঙ্গ ও কেন্দ্রীয় নেতৃত্বের অনেকেই। জে পি নাড্ডাকে উত্তরীয়র মাধ্যমে স্বাগত জানানোর সময় দিলীপ ঘোষ বলেন,’ বাংলার জামাইকে বাংলায় স্বাগত।’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 21, 2023 12:35 PM IST