Ekdalia Evergreen: তিনি নেই, তবু তিনি আছেন... একডালিয়া এভারগ্রিনের প্রাণপুরুষ সুব্রত মুখোপাধ্যায়, এবছর ৮১-তে পা পুজোর

Last Updated:

৮০ বছর পার করে ৮১ বছরে পা রাখল এবার দক্ষিণ কলকাতার একডালিয়া এভারগ্রীন। ঐতিহ্য আর সাবেকিয়ানার মেলবন্ধন এবারও অটুট।

তিনি নেই, তবু তিনি আছেন... একডালিয়া এভারগ্রিনের প্রাণপুরুষ সুব্রত মুখোপাধ্যায়, এবছর ৮১-তে পা পুজোর
তিনি নেই, তবু তিনি আছেন... একডালিয়া এভারগ্রিনের প্রাণপুরুষ সুব্রত মুখোপাধ্যায়, এবছর ৮১-তে পা পুজোর
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: তিনি নেই, তবু তিনি আছেন। একডালিয়া এভারগ্রিন পুজোর প্রাণপুরুষ। সুব্রত মুখোপাধ্যায়। ৮০ বছর পার করে ৮১ বছরে পা রাখল এবার দক্ষিণ কলকাতার একডালিয়া এভারগ্রীন। ঐতিহ্য আর সাবেকিয়ানার মেলবন্ধন এবারও অটুট। তবু কোথাও যেন একটা শূন্যতা। কাছে না থাকার বেদনা। পুজোর ক’টা দিন মন্ডপ প্রাঙ্গনে গেলেই ধুতি পাঞ্জাবি পরে একেবারে বাঙালিবাবু সাজে দেখা মিলতো তাঁর। সাবেক প্রতিমা, অপরূপ মণ্ডপসজ্জা এবং একডালিয়া এভারগ্রিনের ঝাড়বাতি আজও আছে। আছে হাজার হাজার মানুষের ঢল। আলোর রোশনাই। জনস্রোত। নেই শুধু সুব্রত দা।
advertisement
তবে সশরীরে তিনি না থাকলেও একডালিয়া এভারগ্রিন পুজো মণ্ডপ ঢুকতেই তাঁর দেখা মিলবে। আজও। একডালিয়া এভারগ্রিনের পুজো মানেই সুব্রত মুখোপাধ্যায়ের পুজো হিসেবেই পরিচিত। তাই একডালিয়া এভারগ্রীন পুজো কমিটি তাদের প্রিয়, তাদের কাছের মানুষ, মনের মানুষ সুব্রতাকে সঙ্গে নিয়েই এবারেও শারদ উৎসবে আঁকড়ে ধরে রেখেছে। মণ্ডপের মূল প্রবেশদ্বারে ঢোকার ঠিক পাশেই জ্বলজ্বল করছেন তিনি। ছবিতে।
advertisement
মণ্ডপজুড়ে নানান শিল্পকর্ম। আর সঙ্গে সুব্রত মুখোপাধ্যায়ের ছবি। ‘নয়ন সমুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছো যে ঠাঁই।’ এভাবেই একডালিয়া এভারগ্রীন পুজোর সঙ্গে এবছরও মিলেমিশে একাকার হয়ে রয়েছেন সুব্রত মুখোপাধ্যায়। তাদের প্রিয় নেতা দাদা জননেতা, চিরসবুজ হয়েই থাকবেন আজীবন। বলছে একডালিয়া এভারগ্রিন। ‘‘তোমার পূজার   ছলে তোমায়   ভুলেই থাকি। বুঝতে নারি কখন তুমি   দাও-যে ফাঁকি। ফুলের মালা   দীপের আলো ধূপের ধোঁওয়ার, পিছন হতে পাই নে সুযোগ  চরণ-ছোঁওয়ার, স্তবের বাণীর আড়াল টানি   তোমায় ঢাকি। দেখব বলে এই আয়োজন মিথ্যা রাখি,
advertisement
আছে তো মোর তৃষা-কাতর আপন আঁখি। কাজ কী আমার   মন্দিরেতে আনাগোনায়–পাতব আসন আপন মনের  একটি কোণায়, সরল প্রাণে নীরব হয়ে তোমায় ডাকি।’’- রবি ঠাকুরের এই গানের মধ্যে দিয়েই তাদের প্রিয় সুব্রত দা’কে স্মরণ করল একডালিয়া এভারগ্রিন ক্লাব।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Ekdalia Evergreen: তিনি নেই, তবু তিনি আছেন... একডালিয়া এভারগ্রিনের প্রাণপুরুষ সুব্রত মুখোপাধ্যায়, এবছর ৮১-তে পা পুজোর
Next Article
advertisement
Lionel Messi Team India Jersey: ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
  • ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি

  • এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের

  • দুর্দান্ত অনুষ্ঠান

VIEW MORE
advertisement
advertisement