আরও পড়ুন: বৃহস্পতিবার থেকে দক্ষিণের কিছু জেলায় তুমুল বৃষ্টি! বিপর্যয়ের সম্ভাবনা উত্তরবঙ্গেও
এবার আলুর দাম বেশি থাকায় বাজারদর নিয়ন্ত্রণের জন্য বিডিওর উদ্যোগে স্বনির্ভর গোষ্ঠীর মেয়েদের সহায়তায় ফুলিয়া বিডিও অফিসে খোলা হল সুফল বাংলা স্টল। যেখান থেকে ক্রেতারা মাত্র ২৮ টাকা প্রতি কেজি আলু কিনতে পারবেন। আর তাতেই রীতি মতো লাইন দিয়ে আলু কিনতে উদ্যোগী হয়েছেন এলাকার মানুষ। তাঁরা জানাচ্ছেন বাজারে আলু ৩৫ থেকে ৩৬ টাকা প্রতি কেজি দরে বিক্রি হচ্ছে। সেখানে এই সুফল বাংলা স্টলে ২৮ টাকা প্রতি কেজিতে আলু পাওয়া যাচ্ছে। সুতরাং এই আলুই এখন মধ্যবিত্তের হেঁশেলে উঠবে।
advertisement
আরও পড়ুন: ইরানে ‘ইজরায়েলি হানায়’ হত হামাস প্রধান ইসমাইল হানিয়ে
তবে আলুর গুণগত মানও যথেষ্ট ভালো বলে দাবি করেছেন ক্রেতারা। এই বিষয়ে শান্তিপুরের বিডিও সন্দীপ ঘোষ জানান ব্লক প্রশাসন উদ্যোগ নিয়ে স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে এই আলু বিক্রি করছে এবং পরিবার প্রতি আড়াই কেজি করে আলু দেওয়া হচ্ছে সুফল বাংলা স্টলের মাধ্যমে। এতে অনেকটাই বাজারদর নিয়ন্ত্রণ হবে বলে আশাবাদী তিনি।