Israel attack: রকেট হামলায় খতম হিজবুল্লাহ কমান্ডার ফুয়াদ, দাবি ইজরায়েলের, মাথার দাম ছিল ৫ মিলিয়ন ডলার

Last Updated:

Israel Attack: গত শনিবার গোলান হাইটসে হামলা চালিয়েছিল হিজবুল্লাহ। ঘটনায় ১২ শিশুর মৃত্যু হয়। হিজবুল্লাহর সিনিয়র কমান্ডার ফুয়াদ এই হামলার মাস্টারমাইন্ড ছিল বলে অভিযোগ।

হত হিজবুল্লাহ কমান্ডার।
হত হিজবুল্লাহ কমান্ডার।
বেইরুট: ‘বদলা’ নিল ইজরায়েল। মঙ্গলবার রাতে দক্ষিণ বেইরুটে হিজবুল্লাহর ঘাঁটিতে রকেট হামলা চালায় ইজরায়েলি সেনা। হামলায় হিজবুল্লাহ কমান্ডার ফুয়াদ নিহত হয়েছেন বলে দাবি করেছে ইজরায়েল।
গত শনিবার গোলান হাইটসে হামলা চালিয়েছিল হিজবুল্লাহ। ঘটনায় ১২ শিশুর মৃত্যু হয়। হিজবুল্লাহর সিনিয়র কমান্ডার ফুয়াদ এই হামলার মাস্টারমাইন্ড ছিল বলে অভিযোগ। এরপরই মঙ্গলবার হিজবুল্লাহ কমান্ডারকে খতম করার উদ্দেশ্যে হামলা চালায় ইজরায়েল।
advertisement
ইজরায়েলি সেনার তরফে দাবি করা হয়েছে, রকেট হামলায় হিজবুল্লাহ কমান্ডার ফুয়াদের মৃত্যু হয়েছে। যদিও হিজবুল্লাহর ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ফুয়াদকে টার্গেট করা হলেও “ইজরায়েলি সেনার হামলা থেকে বেঁচে গিয়েছেন তিনি।’’
advertisement
ফুয়াদ দক্ষিণ লেবাননে সামরিক অভিযান পরিচালনার দায়িত্বে রয়েছেন’’ বলে জানিয়েছে হিজবুল্লাহর ওই ঘনিষ্ঠ সূত্র। ২০০৮ সালে দামাস্কাসে গাড়ি বোমা বিস্ফোরণে নিহত হন হিজবুল্লার শীর্ষ কমান্ডার ইমাদ মুগনিয়াহ। এর পর থেকেই তাঁর জায়গায় দায়িত্ব সামলাচ্ছেন ফুয়াদ।
শীর্ষ সন্ত্রাসবাদীদের তালিকায় উপরের দিকে রয়েছে ফুয়াদের নাম। আমেরিকা তাঁর মাথায় দাম ধার্য করেছিল ৫ মিলিয়ন ডলার। হিজবুল্লাহর নেতা হাসান নাসারাল্লার ‘শীর্ষ উপদেষ্টা’ বলা হয়েছে তাঁকে। হিজবুল্লাহর একটি সূত্র জানিয়েছে, মঙ্গলবার ইজরায়েলি সেনার হামলায় ২ জন নিহত হয়েছে।
advertisement
লেবাননের স্বাস্থ্য মন্ত্রক বিবৃতি দিয়ে জানিয়েছে, ২ শিশু-সহ মোট তিন জনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম ৭৪ জন। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এএফপি-এর ফটোগ্রাফার। তিনি জানিয়েছেন, ৮ তলা বাড়ির একটা অংশ গুঁড়িয়ে গিয়েছে। হামলার কিছুক্ষণ পরই ট্যুইট করেন ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। তিনি লিখেছেন, “হিজবুল্লাহ লক্ষণরেখা অতিক্রম করেছিল।’’
advertisement
ইজরায়েলি হামলার তীব্র নিন্দা করেছে লেবানন। প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেন, “ইজরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে লড়াই চলছে।’’ হিজবুল্লাহ সমর্থক ইরানও হামলার নিন্দা করেছে। রাশিয়ার বিদেশ মন্ত্রক ইজরায়েলি হামলাকে ‘আন্তর্জাতিক আইন লঙ্ঘন’ বলে অভিহিত করেছে।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট তথা আসন্ন নির্বাচনে রাষ্ট্রপ্রতি প্রার্থী কমলা হ্যারিস বলেন, “সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার রয়েছে ইজরায়েলের। ঠিক যেমন হিজবুল্লাহর রয়েছে।’’
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Israel attack: রকেট হামলায় খতম হিজবুল্লাহ কমান্ডার ফুয়াদ, দাবি ইজরায়েলের, মাথার দাম ছিল ৫ মিলিয়ন ডলার
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement