আরও পড়ুন: হ্যাম রেডিওর প্রয়োজনিয়তা ও ব্যবহার নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ কলেজ পড়ুয়াদের
তাঁদের অভিযোগ, আলু বীজের দাম বেড়ে গিয়েছে বিগত কয়েক বছর থেকে কয়েকগুণ বেশী। বেশিরভাগ জায়গাতেই চড়া দামে বিক্রয় করছে ব্যবসায়ীরা। গত বছরের শুরুতেই বস্তা পিছু (৫০ কেজি) আলু বীজের দাম ছিল ৭০০ টাকা থেকে ৯০০ টাকা। পরে যদিও আমদানি কম থাকায় টাকার পরিমাণ বেড়ে হয়েছিল ১৬০০ টাকা। এবার প্রথমেই বস্তা পিছু আলুবীজের দাম বেড়ে দাঁড়িয়েছে ২২০০ থেকে ২৬০০ টাকায়। সার, কীটনাশক, সেচ খরচ গত বছরই ছিল ১৮ থেকে ২০ হাজার টাকা। তার আগের বছর বিঘা প্রতি খরচ পড়ে ছিল ১৩ থেকে ১৪ হাজার টাকা। এবার চাষের আলুতেই খরচ পড়ছে বিঘা প্রতি ২৫হাজার টাকা।
advertisement
আরও পড়ুন: কোন্নগর রেল স্টেশনে সাবওয়ের দাবিতে সরব হুগলির সিটিজেন ফোরাম
কৃষকরা জানিয়েছেন, চাষের জন্য বিঘা প্রতি তিন বস্তা আলু বীজ প্রয়োজন। তাহলে বীজ কিনতেই যা খরচ উঠছে, তার থেকে লাভ কতটা হবে তা নিয়ে প্রশ্ন। মহকুমায় আলু চাষের উপর অনেক চাষিই নির্ভরশীল। কম বেশি সব শহরেরই বীজ আলু বিক্রি হয়।বীজের দাম লাগাম ছাড়া হওয়ায় বিপাকে পড়েছেন চাষিরা। তাঁদের অভিযোগ, বছর বছর আলু চাষে খরচ বাড়ছে, অথচ অভাব-সহ নানা কারণে আলু চাষিদের বেশিরভাগই লোন পান না। ব্যাংক লোন নিতে গেলে জমি বন্ধক রাখতে হয় । আবার কেউ কেউ লোন না পেলে বাধ্য হয়ে এ জেলার বেশিরভাগ চাষিকে মহাজনদের উপর নির্ভর করতে হয়। এর ফলে হতাশায় দিন কাটাচ্ছে চাষিরা।
যদিও এই বিষয়ে ব্লক প্রশাসন জানান বেশ কিছু ব্যবসায়ী চড়া দামে আলু বিক্রি করছে বিষয়টি নজরে এসেছে। চাষীদের কথা মাথায় রেখে আমরা বেশিরভাগ দোকানে নেমে দাম নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। আশা করি দাম অনেকটাই নিয়ন্ত্রণ আসবে বলে জানিয়েছেন।তাহলে প্রশ্ন উঠেছে এত চড়া দামে আলু বিক্রয় হচ্ছে কেন। আর সেদিকে সরকার যথাযথ ব্যবস্থা নিচ্ছে না কেন।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
এখন দেখার আদৌ কি আলু বীজের দাম নিয়ন্ত্রণ হবে না এভাবেই দাম বাড়তি থাকবে সেদিকে তাকিয়ে আমজনতা।
Suvojit Ghosh