গাছপালা ও পক্ষী সহ পরিবেশ রক্ষার বার্তা ওই মণ্ডপে ফুটিয়ে তুলছেন মণ্ডপসজ্জাতে। সমাজ বহিষ্কার করা বস্তু ব্যবহার করেই এই মণ্ডপসজ্জায় রূপদান করা হয়েছে।
বাঁশের তৈরি বস্তু ভুলে প্লাস্টিকের দিকে ঢলে পড়েছে সমাজ তাতে প্রতিনিয়তই বেড়ে চলেছে পরিবেশ দূষণের মাত্রা। মানুষকে সচেতন করার উদ্দেশ্যে পাশাপাশি সমাজকে আবারও পুরনো স্মৃতি মনে পড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই বাঁশের কঞ্চির বাঁশের উপকরণ দিয়েই সুসজ্জিত করা হয়েছে মণ্ডপসজ্জা। এছাড়াও বাঁশের কাঠামো গড়ে মূলত হোগলা পাতা দিয়েই তৈরি হয়েছে সমগ্র মণ্ডপটি। পাশাপাশি গাছের পাতা, ডালপালা, বাঁশের চাঁচ, খড়, কয়েতবেলের খোলা, বাবুইপাখির বাসা সহ নানা প্রাকৃতিক উপকরণ দিয়ে মণ্ডপ গড়ে উঠছে।
advertisement
আরও পড়ুন: যাদের জন্য পুজো, যারা না থাকলে থাকত না এত জাঁকজমক, তাদের নিয়েই অভিনব ভাবনা পুজো কমিটির
এমনকি মণ্ডপের সঙ্গে তাল মিলিয়ে গড়ে উঠেছে দুর্গা প্রতিমা এক অসাধারণ মনোরম পরিবেশেই এই দুর্গোৎসব পালিত হচ্ছে ফারাক্কায়। এই সুন্দর পরিবেশ এবং আকর্ষণীয় পুজো মণ্ডপ দেখতে ভিড় জমাচ্ছেন হাজার হাজার মানুষ।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
উদ্যোক্তাদের দাবি, দুর্গা প্রতিমাও দর্শনার্থীদের মুগ্ধ করেছে। পাশাপাশি অত্যাধুনিক আলোক সজ্জায় সজ্জিত হয়েছে মণ্ডপ সহ মণ্ডপ চত্বরও। ফরাক্কাতে আগে তেমনভাবে থিম পুজোর চল ছিল না। ওই হাতেগোনা বিগ বাজেটের পুজোগুলির মধ্যে অন্যতম ছিল জঙ্গিপুর পুলিশ জেলার সামশেরগঞ্জ ও রঘুনাথগঞ্জ শহরে বেশ কিছু পুজো। তবে রঘুনাথগঞ্জ ও সামশেরগঞ্জে ছাড়িয়ে এখন ফরাক্কাতে থিমের চমক দেখতে ভিড় জমাতে শুরু করেছেন সাধারণ মানুষজন।