তবে, বিরোধী দলনেতা শুভেন্দুর এই সভা ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এ নিয়েও পারদ চড়ছে। ২০২৩-এ পঞ্চায়েত ভোট। গ্রাম দখলের লড়াই। দুই ফুলের নজরে আদিবাসী ভোট। সভা, পাল্টা সভা। তৃণমূল বনাম বিজেপি। আর রাজনৈতিক তৎপরতা বাড়তেই শীতের জঙ্গলমহল গরম।
আরও পড়ুন: নজরে আদিবাসী ভোট, মঙ্গলবার থেকে দু’দিনের ঝাড়গ্রাম সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
advertisement
১৫ নভেম্বর আদিবাসী নেতা বিরসা মুণ্ডার জন্মদিনের অনুষ্ঠান। ওই দিন ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা। একই দিনে গোপীবল্লভপুরে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সভা ও মিছিল। উপলক্ষ এক। বিরসা মুন্ডার জন্মদিন উদযাপন ।
মঙ্গলবারই বাঁকুড়ায় শুভেন্দু অধিকারীর সভারও ডাক দিয়েছে বিজেপি। কিন্তু, এই সভা ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা। বিজেপির অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার কারণে পুলিশ প্রথমে সভার অনুমতি দিলেও পরে তা বাতিল করে দিয়েছে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, 'আমরা দেখব কেন সভা বাতিল করেছে প্রশাসন। প্রয়োজনে আমরা আদালতে যাব। প্রশাসনের এ ভাবে সভা বাতিলের অধিকার আছে কি না সেটাও আমাদের দেখতে হবে। প্রাশাসন যা ইচ্ছে তাই করবে, এটা তো মামাবাড়ি নয়।'
আরও পড়ুন: রাজ্য সড়ক সংস্কারের দাবিতে রাস্তায় নামলেন অধীর চৌধুরী
আজ তাপমাত্রা নামলো আরো কিছুটা। 15° নিচে নেমে তাপমাত্রা আজ ১৪.৫। জেলাজুড়ে সকালে এবং রাত্রে ব্যাপক শীত অনুভূত হচ্ছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই আবহওয়ার অনেকটাই উন্নতি হচ্ছে। রোদ উঠলে তাপমাত্রা বাড়ছে এক মনোরম আবহাওয়া তৈরি হচ্ছে। শীতের মধ্যেই জেলার মানুষজন বেরিয়ে পড়েছেন প্রাত্য ভ্রমনে ছবি উঠে এসেছে আমাদের ক্যামেরায়
রাজ্যে এসটি সংরক্ষিত বিধানসভা আসন ১৬ টি। ২০১৯-এর লোকসভা ভোটের ফলের নিরিখে ১৩টি আসনে এগিয়ে ছিল বিজেপি। তৃণমূল এগিয়ে ছিল মাত্র তিনটিতে। একুশের বিধানসভা ভোটে হারানো জমি অনেকটাই উদ্ধার করে তৃণমূল। পঞ্চায়েত নির্বাচনের আগে তাই আদিবাসী অস্ত্রে শান দিতেই বিরসা মুন্ডার জন্মদিনকে সামনে রেখে শাসক-বিরোধীর নজরে জঙ্গলমহল বলেই মনে করছে রাজনৈতিক মহল।
একুশের ভোটে এসটি সংরক্ষিত ৯টি আসনে জয়ী হয় তৃণমূল। বিজেপি পায় ৭টি আসন ।এবার সামনে পঞ্চায়েত ভোট। দুই ফুলেরই টার্গেট এসটি ভোট। একই দিনে মমতা- সুকান্ত- শুভেন্দু, এই তিন হেভিওয়েটদের রাজনৈতিক কর্মসূচি ঘিরে শীতের জঙ্গলমহলে রাজনীতির পারদ চড়ছে। তিন হেভিওয়েট কী বার্তা দেন, সেদিকেই এখন নজর সবার।