Adhir Chowdhury: রাজ্য সড়ক সংস্কারের দাবিতে রাস্তায় নামলেন অধীর চৌধুরী

Last Updated:

উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগের অন্যতম রাস্তা হলদিয়া ফরাক্কা রাজ্য সড়ক।

রাস্তা সংস্কারের দাবিতে মিছিলে অধীর৷
রাস্তা সংস্কারের দাবিতে মিছিলে অধীর৷
#বহরমপুর: রাজ্য সড়ক সংস্কারের দাবিতে রাস্তায় নামলেন অধীর চৌধুরী{ হলদিয়া ফরাক্কা রাজা সড়ক সংস্কারের দাবিতে রাস্তায় নামলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।
মুর্শিদাবাদের কুলি থেকে বর্ধমানের ফুটিসাঁকো পর্যন্ত হলদিয়া ফরাক্কা রাজ্য সড়ক দীর্ঘদিন ধরে খানাখন্দে ভর্তি। প্রতিদিনই দুর্ঘটনা লেগে আছে এই বেহাল রাস্তার জন্য। আর এই রাস্তা সংস্কারের দাবিতে কুলি চৌরাস্তা মোড় থেকে মাঠ পর্যন্ত পায়ে হেঁটে পদযাত্রা করেন অধীর চৌধুরী। নামেই বাদশাহী রোড কিছু বেহাল দশায় পড়ে রয়েছে এই রাস্তা।
advertisement
advertisement
উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগের অন্যতম রাস্তা হলদিয়া ফরাক্কা রাজ্য সড়ক। কিন্তু মুর্শিদাবাদের কুলি থেকে বর্ধমানের ফুটিসাঁকো পর্যন্ত এই হলদিয়া ফরাক্কা রাজ্য সড়কের বেহাল দশা। পিচ উঠে, ইট বেরিয়ে কঙ্কাল সার অবস্থা এই বাদশাহী রোডের। মাঝে মাঝে তৈরি হয়েছে বড় বড় গর্ত। যার কারণে চরম সমস্যায় নিত্যযাত্রী থেকে পথচলতি সাধারণ মানুষে।
advertisement
এই রাস্তা সংস্কারের দাবিতে বার বার আন্দোলনে নামেলও কোনও সুরাহা হয়নি। কোনও হেলদোল নেই প্রশাসনের। এই হলদিয়া ফরাক্কা রাজ্য সড়ক সংস্কারের দাবিতে রাস্তার নামলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। আর এই রাস্তা সংস্কারের দাবিতে বুলি চৌরাস্তা মোড় থেকে মাঠ পর্যন্ত পায়ে হেঁটে পদযাত্রা করেন অধীর চৌধুরী।
advertisement
এ দিনের পদযাত্রায় এই রাস্তা সংস্কারে রাজ্য সরকারের গাফিলতির অভিযোগ তুলে তীব্র ক্ষোভ প্রকাশ করেন অধীর চৌধুরী। তিনি বলেন, 'চার বছর ধরে এই বেহাল দশায় পড়ে রয়েছে। এই রাস্তা মুর্শিদাবাদ জেলার লাইফলাইন। মুর্শিদাবাদ জেলার সঙ্গে শুধু বর্ধমান নয়, গোটা উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগের লাইফলাইন এই রাস্তা। কিন্তু এই রাস্তা চলাচলের অযোগ্য। এই রাস্তা দিয়ে একাধিক রোগীকে বর্ধমান মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হচ্ছে। রাজ্য সরকার কয়েক কোটি টাকা বরাদ্দ করলেই এই রাস্তা সংস্কার করা হবে। আর এই রাস্তা সংস্কার না করা হলে আমরা আরও বৃহত্তর আন্দোলনে নামব। আমরা পথ অবরোধ করব। কিন্তু রাস্তা সংস্কার করতেই হবে।'
advertisement
যদিও মুর্শিদাবাদ জেলা প্রশানের দাবি, এই রাস্তা সংস্কারের কাজ খুব শীঘ্রই শুরু হয়ে যাবে। তার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Adhir Chowdhury: রাজ্য সড়ক সংস্কারের দাবিতে রাস্তায় নামলেন অধীর চৌধুরী
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement