নজরে আদিবাসী ভোট, মঙ্গলবার থেকে দু’দিনের ঝাড়গ্রাম সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
মঙ্গলবার ঝাড়গ্রামের বেলপাহাড়িতে বিরসা মুন্ডার জন্মদিন পালন অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়, ঝাড়গ্রাম: পঞ্চায়েত ভোটের আগে নজরে এবার আদিবাসী ভোট। মঙ্গলবার থেকে দু’দিনের ঝাড়গ্রাম সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর, মঙ্গলবার ঝাড়গ্রামের বেলপাহাড়িতে বিরসা মুন্ডার জন্মদিন পালন অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আগামিকাল, মঙ্গলবার দুপুরে কলকাতা থেকে রওনা দেওয়ার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
ডুমুরজলা হেলিপ্যাড থেকে সরাসরি হেলিকপ্টারে করে ঝাড়গ্রামের বেলপাহাড়ির শহরী হেলিপ্যাড গ্রাউন্ডে পৌঁছবেন মুখ্যমন্ত্রী। ওই দিন দুপুর তিনটে নাগাদ বিরসা মুন্ডার জন্মদিন পালন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। মঙ্গলবার রাতে ঝাড়গ্রামেই থাকার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। পরের দিন অর্থাৎ বুধবার দুপুরেই ঝাড়গ্রাম হেলিপ্যাড গ্রাউন্ড থেকে হেলিকপ্টারে করে কলকাতায় পৌঁছনোর কথা মুখ্যমন্ত্রীর।
advertisement
advertisement
রাজ্যে পঞ্চায়েত ভোটের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরসা মুন্ডার জন্মদিন পালন অনুষ্ঠানে যোগ দেওয়া কে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশেষত পঞ্চায়েত ভোটকে সামনে রেখে রাজ্যের আদিবাসী ভোটকে বিশেষ প্রাধান্য দিতে চাইছে রাজ্য শাসক দল। আদিবাসীদের জন্য রাজ্যের তরফে একাধিক প্রকল্প নেওয়া হয়েছে। শুধু তাই নয়, আদিবাসীদের জন্য দুয়ারে সরকার কর্মসূচিতে জমির পাট্টা বিষয়কেও বিশেষভাবে গুরুত্ব দিতে বলা হয়েছে। মঙ্গলবারের মুখ্যমন্ত্রীর এই অনুষ্ঠানকে রাজনৈতিক ও প্রশাসনিক দু’দিক দিয়েই যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। মঙ্গলবারের ঝাড়গ্রামের অনুষ্ঠান মঞ্চ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বার্তাও রাখতে পারেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি নতুন কিছু ঘোষণা ওই মঞ্চ থেকে রাখতে পারেন মুখ্যমন্ত্রী বলেই মনে করছ নবান্নের প্রশাসনিক মহল।
advertisement
ঝাড়গ্রাম জেলার কয়েকটি প্রকল্পের উদ্বোধন করার কর্মসূচি ওই মঞ্চ থেকেই রয়েছে বলে জানা গিয়েছে। নবান্ন সূত্রে খবর, দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেতে পারেন। মূলত পঞ্চায়েত ভোটের আগে আরও কয়েকটি জেলায় প্রশাসনিক বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী। গত সপ্তাহে নদিয়া জেলায় প্রশাসনিক বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। সেখানেও একাধিক প্রশাসনিক নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। ঝাড়গ্রাম জেলার প্রশাসনিক বৈঠক না করলেও মঙ্গলবারে অনুষ্ঠান মঞ্চ থেকে বেশ কিছু প্রশাসনিক নির্দেশ দিতে পারে মুখ্যমন্ত্রী বলেই মনে করছে প্রশাসনিক মহল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 14, 2022 6:52 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
নজরে আদিবাসী ভোট, মঙ্গলবার থেকে দু’দিনের ঝাড়গ্রাম সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়