জেলা পুলিশ সুপার এদিন জানান নিতুড়িয়া থানা এলাকা পুরুলিয়া জেলা ও রাজ্যের একেবারে শেষ প্রান্তে অবস্থিত অর্থাৎ একদিকে ঝাড়খণ্ড ও অন্যদিকে পশ্চিম বর্ধমান জেলার সীমান্ত রয়েছে। তাই পুলিশের নজরদারি এই এলাকায় আরও বাড়াতে ও অপরাধ দমন করতে জেলা পুলিশের উদ্যেগে উন্নত মানের ও আধুনিক সিসি ক্যামেরা লাগান হয়েছে।
আরও পড়ুন: সন্ধ্যে হতেই পড়ছে লম্বা লাইন, সংসারে সুখ-সমৃদ্ধির জন্য যা করছেন মহিলারা…,আপনিও কি করছেন
advertisement
নিতুড়িয়া থানা এলাকার গুরুত্বপূর্ণ ৩৮ টি জায়গাতে সেই সমস্ত ক্যামেরাগুলো লাগান হয়েছে। পশ্চিম বর্ধমান জেলার সীমান্ত এই নিতুড়িয়া থানা এলাকায় যাতে কোনও রকম অপরাধমূলক ঘটনা না ঘটে তার জন্য পুলিশের এই উদ্যোগে খুশি এলাকাবাসীরা। এবার থেকে এলাকায় অনেকটাই অপরাধমূলক কাজকর্ম বন্ধ হবে আশা করছেন তারা।
আরও পড়ুন: ধেয়ে আসছে ভয়ঙ্কর ‘অশনি’…! এখনই উঠবে বিরাট ঝড়-তুফান! বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি
জানা যায়, এই সিসিটিভির নজরদারি শুধুমাত্র নিতুড়িয়া থানাতেই নয় নজরদারি রাখা হবে পুরুলিয়া জেলা কন্ট্রোল রুমেও। নিতুড়িয়া থানায় কন্ট্রোল রুমের এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিনহা রায়, রঘুনাথপুর মহকুমা পুলিশ আধিকারিক রোহেদ শেখ সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।
পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানান, এই সিসিটিভি ক্যামেরাগুলো খুবই উন্নতমানের ক্যামেরা। উন্নত কোয়ালিটির পাশাপাশি গাড়ির নাম্বার প্লেটকেও সহজে রিড করবে এই ক্যামেরা। প্রতিটি ক্যামেরা বুলেট ক্যামেরা রয়েছে। দিনের আলোর পাশাপাশি রাতের অন্ধকারেও ভিডিও কোয়ালিটি উন্নত মানের হবে ক্যামেরা গুলোতে।