গোপন সূত্রে খবর পেয়ে এদিন লিচু বাগান এলাকায় হানা দেয় পুলিশ। সেখানেই নজরে আসে একটি জার। জারের মুখ খুলতেই ভিতরে সারি সারি বোমা চোখে পড়ে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় রঘুনাথগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে ঘিরে ফেলা হয়েছে গোটা এলাকা।
আরও পড়ুনঃ জীবে প্রেম করে যেই জন…! ১২০টি পথকুকুরের অভিভাবক বাঁকুড়ার ব্যবসায়ী, অবলাদের সেবাই যুবকের পরম ধর্ম
advertisement
গোপন সূত্রে তথ্য পাওয়ার পর তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে পুলিশ বোমাগুলো উদ্ধার করেছে। এলাকা ঘিরে ফেলেছে পুলিশ। নিরাপত্তার স্বার্থে সাধারণ মানুষকে লেচু বাগানের আশপাশে যেতে নিষেধ করা হয়েছে। ইতিমধ্যেই বোমা নিষ্ক্রিয়করণ দলে খবর পাঠানো হয়েছে।
বোম স্কোয়াড এসে সমস্ত বোমা পরীক্ষা করে নিরাপদে নিষ্ক্রিয় করবে বলে জানা গিয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, কেউ পরিকল্পিতভাবে বাগানের ভিতরে বোমাগুলো রেখে গিয়েছে। তবে কারা এই বিপজ্জনক বোমা সেখানে লুকিয়ে রেখেছিল, সে বিষয়ে এখনও নিশ্চিত নয় তদন্তকারী কর্মকর্তারা। এই ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত তা খুঁজে বের করতে পুলিশ তদন্ত শুরু করেছে।
