Tamluk Station: রেলস্টেশন নাকি বিমানবন্দর বোঝা দায়! রেল প্রকল্পের অধীনে তমলুক স্টেশনের সম্পূর্ণ ভোলবদল, ঝাঁ চকচকে পরিকাঠামো, দেখুন ছবিতে
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
Tamluk Station: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তমলুক স্টেশনের নতুন চেহারা। লিফট, পাকিং, ওয়েটিং রুম, ওয়াটার বুথ, ঝাঁ চকচকে শৌচালয় সবই যেন চোখ ধাঁধিয়ে দিচ্ছে। অমৃত ভারত রেল প্রকল্পের ছোঁয়ায় তমলুক স্টেশনের এমন ভোলবদল কল্পনাতীত।
advertisement
advertisement
advertisement
তমলুক রেল স্টেশনে উন্নত সুবিধা গুলি হল- স্টেশন ভবন সংস্কার, দুটি নতুন লিফট, ফুট ওভার ব্রিজ, নতুন পার্কিং এরিয়া, সংস্কার সার্কুলেশন এরিয়া, ওয়েটিং রুম ও টয়লেট সংস্কার, ওয়াটার বুথ, উন্নত প্ল্যাটফর্ম আশ্রয়স্থল এবং প্ল্যাটফর্ম পৃষ্ঠ, নতুন প্রবেশ ও প্রস্থান গেট, প্ল্যাটফর্মে বসার ব্যবস্থা, স্পর্শকাতর এবং ব্রেইল সাইন।
advertisement
তমলুক স্টেশনের এই বদলে যাওয়া রূপে মুগ্ধ তমলুক শহরবাসী। এ বিষয়ে তমলুকের ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সঞ্জনা নায়েক জানান, 'দক্ষিণ-পূর্ব রেলের অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন তমলুক। তমলুক থেকে এক দিকে হলদিয়া অন্যদিকে দিঘার রেললাইন চলে গিয়েছে। ঝাঁ চকচকে এই রেল স্টেশন দেখলে মনে হয় যেন কোনও বিমানবন্দর।'
advertisement
অমৃত ভারত রেল প্রকল্পে আমূল বদলে গিয়েছে তমলুক রেলস্টেশন। রেলস্টেশনের অন্যান্য পরিবর্তনের পাশাপাশি, শৌচাগার, পানীয় জল বুথ, বুকিং কাউন্টার, র‍্যাম্প, পার্কিংয়ের মতো দিব্যাঙ্গজন সুবিধা, রেলস্টেশনের সামনে এবং বারান্দা স্থানীয় শিল্প ও সংস্কৃতি থিমে রঙ করা। শিশুদের স্তন দানের ঘর, এছাড়াও তমলুক স্টেশনে দুটি নতুন লিফট স্থাপন করা হয়েছে। (ছবি ও তথ্য: সৈকত শী)
