গোপন সূত্রে খবর পেয়ে, ভাটপাড়া থানার পুলিশ ভাটপাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাঁকিনাড়া রথতলায় ঘনবসতিপূর্ণ এলাকার ওই বাড়িতে অভিযান চালিয়ে হাতেনাতে ধরল মধুচক্রের আসর।
ঘটনায় ইতিমধ্যে ওই বাড়ির মালিক এক মহিলা সহ এক পুরুষ ও আরও এক মহিলাকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বাড়িতে দীর্ঘদিন ধরে বাইরের লোকজনের যাতায়াত ছিল। তবে ঠিক কী চলছিল, সে সবের আঁচ পাননি কেউ। এলাকায় যে মধুচক্রের আসর বসত তা আন্দাজ করতে পারেননি স্থানীয়রাও।
advertisement
আরও পড়ুন- মদের দাম বাড়ছে রাজ্যে! কোন কোন সুরার উপর কী হারে, জেনে নিন
তবে, প্রতিদিন নতুন নতুন ছেলেমেয়ে আসতে দেখে এলাকাবাসীর সন্দেহ তৈরি হয়। শুক্রবার গভীর রাতে এই মধুচক্র হাতেনাতে ধরে ফেলে পুলিশ। স্থানীয় কাউন্সিলর মিলি দত্ত জানান, পাশেই তাঁদের একটি পার্টি অফিস রয়েছে তবুও তাঁরা এই বিষয়টা জানতে পারেনি। আগামী দিনে যাতে এরকম ধরনের ঘটনা এই এলাকায় আর না ঘটে তারই দাবি জানানো হয়েছে স্থানীয়দের তরফে।
রুদ্র নারায়ণ রায়






