TRENDING:

North 24 Parganas News: কী কাণ্ড! পরমহংস কুটিরে ঘরের মধ্যে চলত এমন কাজ, পুলিশ আসতেই পর্দা ফাঁস

Last Updated:

পরমহংস কুটিরেই চলত এমন কাজ! ঘুণাক্ষরেও টের পাননি এলাকাবাসী। ওই বাড়িতে দীর্ঘদিন ধরে বাইরের লোকজনের যাতায়াত ছিল। তবে ঠিক কী চলছিল, সে সবের আঁচ পাননি কেউ। এলাকায় যে মধুচক্রের আসর বসত তা  আন্দাজ করতে পারেননি স্থানীয়রাও। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: পরমহংস কুটিরেই চলত এমন কাজ! ঘুণাক্ষরেও টের পাননি এলাকাবাসী। তবে মাঝেমধ্যেই বাড়িতে আসা যাওয়া করত অচেনা ছেলেমেয়েরা। শেষমেশ, এত দিন পর জানা গেল সত্যিটা। রহস্যের পর্দা ফাঁস।
বসতো মধুচক্রের আসর
বসতো মধুচক্রের আসর
advertisement

গোপন সূত্রে খবর পেয়ে, ভাটপাড়া থানার পুলিশ ভাটপাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাঁকিনাড়া রথতলায় ঘনবসতিপূর্ণ এলাকার ওই বাড়িতে অভিযান চালিয়ে হাতেনাতে ধরল মধুচক্রের আসর।

ঘটনায় ইতিমধ্যে ওই বাড়ির মালিক এক মহিলা সহ এক পুরুষ ও আরও এক মহিলাকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বাড়িতে দীর্ঘদিন ধরে বাইরের লোকজনের যাতায়াত ছিল। তবে ঠিক কী চলছিল, সে সবের আঁচ পাননি কেউ। এলাকায় যে মধুচক্রের আসর বসত তা  আন্দাজ করতে পারেননি স্থানীয়রাও।

advertisement

আরও পড়ুন- মদের দাম বাড়ছে রাজ্যে! কোন কোন সুরার উপর কী হারে, জেনে নিন

তবে, প্রতিদিন নতুন নতুন ছেলেমেয়ে আসতে দেখে এলাকাবাসীর সন্দেহ তৈরি হয়। শুক্রবার গভীর রাতে এই মধুচক্র হাতেনাতে ধরে ফেলে পুলিশ। স্থানীয় কাউন্সিলর মিলি দত্ত জানান, পাশেই তাঁদের একটি পার্টি অফিস রয়েছে তবুও তাঁরা এই বিষয়টা জানতে পারেনি। আগামী দিনে যাতে এরকম ধরনের ঘটনা এই এলাকায় আর না ঘটে তারই দাবি জানানো হয়েছে স্থানীয়দের তরফে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

রুদ্র নারায়ণ রায় 

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: কী কাণ্ড! পরমহংস কুটিরে ঘরের মধ্যে চলত এমন কাজ, পুলিশ আসতেই পর্দা ফাঁস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল