Excise duty rises on alcohol: মদের দাম বাড়ছে রাজ্যে! কোন কোন সুরার উপর কী হারে, জেনে নিন

Last Updated:

২০২৩-২৪ অর্থবর্ষে মদ বিক্রি করে রেকর্ড আয় করেছে রাজ্য। ১৮ হাজার কোটি টাকা এসেছে মদ থেকেই। সব থেকে বেশি আয় হয় বিদেশে প্রস্তুত মদ থেকে। সেই আয় ও বাড়াতে চায় রাজ্য।

অনেকেই স্রেফ স্ট্রেস রিলিফৃ-এর জন্য মাঝেমধ্যে মদ্যপান করেন। অর্থাৎ শখের মদ্যপান। আবার অনেক মানুষের কাছে মদ্যপান একরকম অভ্যেসের মতো।
অনেকেই স্রেফ স্ট্রেস রিলিফৃ-এর জন্য মাঝেমধ্যে মদ্যপান করেন। অর্থাৎ শখের মদ্যপান। আবার অনেক মানুষের কাছে মদ্যপান একরকম অভ্যেসের মতো।
কলকাতা: সদ্য নতুন বাজেট পেশ হয়েছে কেন্দ্রে। তার পরই রাজ্যে বাড়ছে মদের। সূত্রের খবর, বিয়ার ও বিদেশে তৈরি মদের দাম বাড়ছে রাজ্যে। অগাস্টের মাঝামাঝি থেকেই দাম বাড়াতে চলেছে আবগারি দফতর। আবগারি শুল্ক বাড়ানোর জন্যই মূলত দাম বাড়বে মদের।
আবগারি শুল্ক বাড়ানো হবে ন্যূনতম ২০ টাকা। ইতিমধ্যেই আবগারি দফতরকে মদের উপর শুল্ক বাড়ানোর অনুমোদন দিয়েছে রাজ্যের অর্থ দফতর। আবগারি শুল্ক বাড়ার পাশাপাশি মদ প্রস্তুতকারক সংস্থাগুলিও দাম বাড়াতে চায়। এই কারণে আগামী দিনে অনেকটাই দাম বাড়তে চলেছে মদের।
advertisement
advertisement
২০২৩-২৪ অর্থবর্ষে মদ বিক্রি করে রেকর্ড আয় করেছে রাজ্য। ১৮ হাজার কোটি টাকা এসেছে মদ থেকেই। সব থেকে বেশি আয় হয় বিদেশে প্রস্তুত মদ থেকে। সেই আয় ও বাড়াতে চায় রাজ্য। আবগারি শুল্ক বৃদ্ধির ফলে আয় আরও বাড়বে বলে মনে করছে আবগারি দফতর। শুধুমাত্র বিয়ার ও বিদেশে প্রস্তুতকারক মদের ওপরই আবগারি শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Excise duty rises on alcohol: মদের দাম বাড়ছে রাজ্যে! কোন কোন সুরার উপর কী হারে, জেনে নিন
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement