TRENDING:

West Bengal News: সল্টলেক থেকে চুরি হয়েছিল লাল রঙের হোন্ডা সিটি, সামনে এল ভয়ঙ্কর তথ্য!

Last Updated:

West Bengal News: পুলিশ সূত্রে খবর, গত ২৪ তারিখ সল্টলেকের সি এ ব্লক থেকে রাতের বেলায় একটি লাল রঙের হোন্ডা সিটি গাড়ি চুরি যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বিধান নগর: গাড়ি চুরি চক্রের অন্যতম এক পান্ডা গ্রেফতার। গ্রেফতার করল বিধান নগর উত্তর থানার পুলিশ। উদ্ধার বাড়ির সামনে থেকে চুরি যাওয়া গাড়িটি। ঘটনা সল্টলেকের সিএ ব্লকের। ধৃতের নাম আকাশ শেঠ।
প্রতীকী চিত্র
প্রতীকী চিত্র
advertisement

পুলিশ সূত্রে খবর, গত ২৪ তারিখ সল্টলেকের সি এ ব্লক থেকে রাতের বেলায় একটি লাল রঙের হোন্ডা সিটি গাড়ি চুরি যায়। এর পরেই বিধান নগর উত্তর থানায় অভিযোগ জানায়, তদন্তে নেমে পুলিশ জানতে পারে রাত নটা নাগাদ গাড়ির চালক বাড়ির সামনে গাড়ি রেখে চালকের ঘরে চাবি রেখে খেতে যায়।

আরও পড়ুন: ট্রাকের ভিতরে উদ্ধার ৪৬টি মৃতদেহ! মানব পাচারের সময় আমেরিকায় মর্মান্তিক পরিণতি

advertisement

সাড়ে নটা নাগাদ ড্রাইভার ফিরে এসে দেখে গাড়ি ও গাড়ির চাবি নেই। সূত্র মারফত খবর পেয়ে বেলেঘাটার বাসিন্দা আকাশ শেঠকে দত্তাবাদ এলাকা থেকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে শান্তি নগর থেকে গাড়িটি উদ্ধার হয়। জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে এর বিরুদ্ধে এর আগেও বিভিন্ন থানায় অভিযোগ রয়েছে।

আরও পড়ুন: অ্যামাজন, গুগল না ফেসবুক- শেষ পর্যন্ত কোন চাকরিতে যোগ দিচ্ছেন বীরভূমের বিশাখ?

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
খাওয়া-দাওয়া, আড্ডা, এসব করতে গিয়ে মিস করেছেন প্রতিমা দর্শন? চিন্তা কীসের!
আরও দেখুন

আজ ধৃতকে বিধান নগর কোর্টে তোলা হবে। এবং নিজেদের হেফাজতে নিয়ে আর কেউ জড়িত আছে কিনা জানার চেষ্টা করবে।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal News: সল্টলেক থেকে চুরি হয়েছিল লাল রঙের হোন্ডা সিটি, সামনে এল ভয়ঙ্কর তথ্য!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল