Human smuggling tragedy in America: ট্রাকের ভিতরে উদ্ধার ৪৬টি মৃতদেহ! মানব পাচারের সময় আমেরিকায় মর্মান্তিক পরিণতি

Last Updated:

ট্রাকের ভিতর থেকে ১৬ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ তাদের মধ্য চারটি শিশুও রয়েছে৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
#টেক্সাস: ট্রাকের ভিতরে ঠাসাঠাসি করে চলছিল মানব পাচারের চেষ্টা৷ কিন্তু দরজা বন্ধ ট্রাকের ভিতরে কার্যত দমবন্ধ অবস্থায় মৃত্যু হল অন্তত ৪৬ জনের৷ মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে আমেরিকার টেক্সাসে৷ ইতিমধ্যেই অন্তত ৪৬ জনের দেহ উদ্ধার করা হয়েছে৷ আরও অন্তত ১৬ জন হাসপাতালে চিকিৎসাধীন৷
জানা গিয়েছে, টেক্সাসের কাছে সান অ্যান্টনিও শহরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের ভিতর থেকে ৪৬টি মৃতদেহ উদ্ধার করা হয়৷ প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, ট্রাকে থাকা ওই যাত্রীদের মেক্সিকো থেকে আমেরিকায় ঢোকানোর চেষ্টা চলছিল৷ কিন্তু প্রবল গরমে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে ট্রাকের ভিতরেই মৃত্যুর কোলে ঢলে পড়েন অধিকাংশ যাত্রী৷
advertisement
advertisement
ট্রাকের ভিতর থেকে ১৬ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ তাদের মধ্য চারটি শিশুও রয়েছে৷ যদিও মৃতদের মধ্যে কোনও শিশু বা নাবালক নেই৷ চিকিৎসকরা জানিয়েছেন, অসুস্থ প্রত্যেকেই দীর্ঘ যাত্রার ধকলে বিধ্বস্ত এবং হিট স্ট্রোকে আক্রান্ত৷
জানা গিয়েছে, ট্রেলার জাতীয় ওই ট্রাকটির ভিতরের অংশে বাতানুকূল ব্যবস্থা ছিল৷ কিন্তু এসি কাজ না করাতেই ভিতরে থাকা যাত্রীরা অসুস্থ হয়ে পড়েন বলে অনুমান পুলিশের৷ মেক্সিকো সীমান্ত থেকে ২৫০ কিলোমিটার দূরে অবস্থিত স্যান অ্যান্টনিও শহর৷ যে হাইওয়ের উপরে ওই ট্রাকটি দাঁড়িয়ে ছিল, সেই রাস্তাটি মানব পাচারের জন্য নিয়মিত ব্যবহার করা হয়৷ এই ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ৷ নির্মীয়মাণ একটি বাড়ির এক কর্মী প্রথমে ওই ট্রাক থেকে চিৎকার শুনতে পেয়ে কৌতূহলী হয়ে এগিয়ে আসেন৷ ট্রাকের আধখোলা দরজা দিয়ে উঁকি মেরে তিনি দেখেন, ভিতরে মৃতদেহের স্তূপ রয়েছে৷
advertisement
মেক্সিকোর বিদেশমন্ত্রী মার্সেলো এবার্ডও এই ঘটনার কথা ট্যুইটারে উল্লেখ করেছেন৷ তিনি জানিয়েছেন, আমেরিকায় মেক্সিকো দূতাবাসের কর্মী ও আধিকারিকরা হাসপাতালে গিয়ে চিিকৎসাধীনদের যাবতীয় সহায়তার ব্যবস্থা করবেন৷ হাজারো চেষ্টা করেও যে মেক্সিকো সীমান্ত থেকে আমেরিকায় অনুপ্রবেশ এবং মানব পাচারের সমস্যা সমাধানে ব্যর্থ জো বাইডেন সরকার, এই ঘটনা ফের একবার তা প্রমাণ করল৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Human smuggling tragedy in America: ট্রাকের ভিতরে উদ্ধার ৪৬টি মৃতদেহ! মানব পাচারের সময় আমেরিকায় মর্মান্তিক পরিণতি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement