রবিবার অভিযুক্ত যুবককে ঝাড়্গ্রাম আদালতে তোলা হলে বিচারক তার জামিন মঞ্জুর করেন। আর ওই নাবালিকাকে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয় বলে জানা গিয়েছে। পুলিশ সুত্রে জানা গিয়েছে গত ১৭ মার্চ রামগড় ফাঁড়ি থানার সিজুয়া গ্রামের এক নাবালিকাকে অপহরণ করে চম্পট দিয়েছিল ওই গ্রামের এক যুবক।
আরও পড়ুন: রাস্তার ধারে দাঁড়িয়েছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক, ডাম্পারের ধাক্কায় ঘটে গেল চরম পরিণতি
advertisement
পরে ওই নাবালিকার পরিবারের লোকজনেরা জানতে পারেন গ্রামের আকাশ দুলই তাদের নাবালিকাকে ভুলিয়ে ফুসলে নিয়ে পালিয়ে গিয়েছেন। এই খবর জানার পরেই ২৭ মার্চ রামগড় ফাঁড়ি থানায় ওই যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়।
আরও পড়ুন: ময়নায় মৃত বুথ সভাপতির স্ত্রীকে প্রার্থী করল বিজেপি! বাকচা থেকে লড়বেন বিজয় ভূঁইয়ার স্ত্রী
অভিযোগ দায়ের হওয়ার পর পুলিশ তদন্ত শুরু করেন। পুলিশ বিভিন্ন সুত্র মারফত খবর পান অভিযুক্ত যুবক হিমাচল প্রদেশে নাবালিকাকে নিয়ে রয়েছে। এরপর রামগড় ফাঁড়ি থানার পুলিশ হিমাচল প্রদেশ পুলিশের সাথে যোগাযোগ করে ১১ জুন সেখান থেকে তাকে গ্রেফতার করা হয় । এর পর সেখান থেকে বুধবার রাতে রামগড় ফাঁড়িতে অভষুক্তকে নিয়ে আসা হয়।
রাজু সিং