Panchayat Election 2023: ময়নায় মৃত বুথ সভাপতির স্ত্রীকে প্রার্থী করল বিজেপি! বাকচা থেকে লড়বেন বিজয় ভূঁইয়ার স্ত্রী
- Published by:Sanjukta Sarkar
- hyperlocal
- Reported by:SAIKAT SHEE
Last Updated:
Panchayat Election 2023: ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচন মনোনয়ন পর্বের শেষ দিন ১৫ জুন। এদিন ময়না ব্লক অফিসে এসে মনোনয়ন জমা দিল বিজয় ভূঁইয়ার স্ত্রী
ময়না: ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচন মনোনয়ন পর্বের শেষ দিন ১৫ জুন। এদিন ময়না ব্লক অফিসে এসে মনোনয়ন জমা দিলেন বিজয় ভূঁইয়ার স্ত্রী। ময়নায় বাকচা গোড়া মহল এলাকার মৃত বুথ সভাপতি বিজয় ভূঁইয়ার স্ত্রীকে প্রার্থী করল বিজেপি। এবারের পঞ্চায়েত নির্বাচনে তিনি গ্রাম পঞ্চায়েতের প্রার্থী হয়েছেন। চলতি বছরে মে মাসের প্রথম দিনই নিজের গ্রামেই খুন হন বিজেপির বুথ সভাপতি বিজয় ভূঁইয়া। ওই পরিবারের পাশে দাঁড়ালো বিজেপি।
মে মাসের ১ তারিখ নিজের বাড়ি গোড়া মহলেই খুন হন বিজেপির বুথ সভাপতি বিজয় ভূঁইয়া। এই ঘটনার পর রাজ্য রাজনীতি উত্তাল হয়। ওই বুথ সভাপতি খুন হওয়ার পরে প্রথম থেকেই বিজেপি ওই পরিবারের পাশে দাঁড়িয়ে ছিল। লক্ষ্মী দেবীও স্বামীর মৃত্যুতে ভেঙে না পরে দোষীদের শাস্তির দাবিতে অনড় ছিলেন।
advertisement
advertisement
তারপর কেটে গিয়েছে বেশ কিছুদিন। এবারের পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পরেই রাজ্য রাজনীতির পাখির চোখ ময়নার বাকচা। সেই গ্রাম পঞ্চায়েতেই বিজেপির হয়ে মনোনয়নপত্র জমা দিলেন বিজয় ভূঁইয়ার স্ত্রী লক্ষ্মী ভূঁইয়া।
মনোনয়ন পর্বের শেষ দিনে ময়না ব্লক অফিসে এসে নিজের মনোনয়নপত্র জমা দেন লক্ষ্মী ভুঁইয়া। সঙ্গে ছিলেন দলীয় নেতাকর্মীরা। মনোনয়নপত্র জমা দেওয়ার পর তিনি জয়ের ব্যাপারে দৃঢ় প্রত্যয়ী। এছাড়াও তিনি `বলেন, তাঁর সঙ্গে তাঁর স্বামীর আশীর্বাদ রয়েছে। স্বামীর আশীর্বাদ নিয়েই শাসক দল তৃণমূলের বিরুদ্ধে পঞ্চায়েতে ভোটে লড়ার জন্য রাজনৈতিক ময়দানে উত্তীর্ণ হয়েছেন লক্ষ্মী ভূঁইয়া। এ বিষয়ে ময়নার বিধায়ক অশোক দিন্দা জানান আমরা ওই পরিবারের সঙ্গে সবসময় আছি। বিজেপি ওই পরিবারের অবদান কখনও ভুলবে না।
advertisement
সৈকত শী
Location :
Kolkata,West Bengal
First Published :
June 16, 2023 8:12 AM IST
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Panchayat Election 2023: ময়নায় মৃত বুথ সভাপতির স্ত্রীকে প্রার্থী করল বিজেপি! বাকচা থেকে লড়বেন বিজয় ভূঁইয়ার স্ত্রী