Election Commission: 'কোনও মৃত্যুই নেই'...! পঞ্চায়েত নির্বাচনী অশান্তি নিয়ে কমিশনকে চমকে দেওয়া রিপোর্ট পুলিশের
- Published by:Sanjukta Sarkar
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Election Commission: কমিশন সূত্রে খবর, নির্বাচন ঘোষণার পর থেকে এখনও পর্যন্ত পুলিশের তরফে যে রিপোর্ট কমিশনে পাঠানো হয়েছে তাতে কোনও মৃত্যুর ঘটনা নির্বাচনকে কেন্দ্র করে উল্লেখ না করা থাকলেও আহত হয়েছেন ৯০ জন সেই উল্লেখ রয়েছে।
কলকাতা: দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় থেকে শুরু করে মুর্শিদাবাদের খরগ্রাম, প্রাক পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন পেশকে কেন্দ্র করে ঘটেছে একের পর এক প্রাণহানির ঘটনা। যা নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করেই প্রাণহানির ঘটনা ঘটেছে বলে বিরোধীদের তরফে অভিযোগ আনা হয়েছে। তবে কমিশনের কাছে যে রিপোর্ট এসেছে তাতে অবশ্য নির্বাচনকে কেন্দ্র করেই যে মৃত্যুর ঘটনা ঘটেছে সে বিষয়ে পুলিশের তরফে দেওয়া রিপোর্টে কোনও উল্লেখই নেই বলেই কমিশন সূত্রে খবর।
কমিশন সূত্রে খবর, নির্বাচন ঘোষণার পর থেকে এখনও পর্যন্ত পুলিশের তরফে যে রিপোর্ট কমিশনে পাঠানো হয়েছে তাতে কোনও মৃত্যুর ঘটনা নির্বাচনকে কেন্দ্র করে উল্লেখ না করা থাকলেও আহত হয়েছেন ৯০ জন সেই উল্লেখ রয়েছে। শুধু তাই নয়, রিপোর্ট অনুযায়ী এখনও পর্যন্ত মোট ৩০টি অশান্তির ঘটনা ঘটেছে গোটা রাজ্যে। ৩০টি আগ্নেয়াস্ত্র এবং ৫৬ টি বোমা উদ্ধার করা হয়েছে।
advertisement
advertisement
জামিন অযোগ্য ধারায় এখনও পর্যন্ত ১৮০০ জনকে গ্রেফতার করা হয়েছে। কমিশনের কাছে এমনই রিপোর্ট উঠে এসেছে বলে সূত্রের খবর। অন্যদিকে এদিন হাইকোর্টের নির্দেশের পর পর তৎপরতা শুরু করেছে রাজ্য নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর কোন কোন বুথ স্পর্শকাতর, কোন কোন অঞ্চল স্পর্শকাতর অঞ্চল, রাজ্যের থেকে সেই তথ্য চেয়েছে রাজ্য নির্বাচন কমিশন।
advertisement
মূলত পুলিশ নিরাপত্তা মোতায়েনের আগে এই রিপোর্ট যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছে প্রশাসনিক মহল। এদিন হাইকোর্ট ৪৮ ঘণ্টার মধ্যে কমিশনকে নিরাপত্তা নিয়ে হাইকোর্টের নির্দেশ কার্যকরী করতে বললেও রাজ্য নির্বাচন কমিশন রাজ্যের থেকে দ্রুত রিপোর্ট চেয়েছে।
advertisement
জেলাশাসক, পুলিশ সুপারদের সঙ্গে কথা বলে রাজ্যের তরফে এই স্পর্শকাতর অঞ্চল ও স্পর্শকাতর বুথের তালিকা চাওয়া হয়েছে বলেই কমিশন সূত্রে খবর। পাশাপাশি কোন কোন স্পর্শকাতর অঞ্চলের কোন কোন বুথে রাজ্য মনে করছে নিরাপত্তা দেওয়া বেশি প্রয়োজন তারও তালিকা পৃথকভাবে চাওয়া হয়েছে।
advertisement
এই পর্যালোচনার ওপরেই নির্ভর করে রাজ্য নির্বাচন কমিশন পুলিশি নিরাপত্তা মোতায়েনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলেই কমিশন সূত্রে খবর। কমিশনের আধিকারিকরা আশা করছেন শুক্রবারের মধ্যেই এই রিপোর্ট কমিশনে এসে পৌঁছবে।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 15, 2023 11:38 PM IST