Hooghly News: রাস্তার ধারে দাঁড়িয়েছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক, ডাম্পারের ধাক্কায় ঘটে গেল চরম পরিণতি

Last Updated:

ডাম্পারের ধাক্কায় গুরুতর জখম রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা অবসরপ্রাপ্ত শিক্ষক, মৃত্যু হাসপাতালে

পুরশুড়া: ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল অবসরপ্রাপ্ত শিক্ষকের। ঘটনাটি ঘটেছে হুগলির পুড়শুড়া থানার রসুলপুর এলাকায়। মৃত শিক্ষকের নাম পরিমহল বেড়া। জানা যায় রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল ওই ব্যক্তি ঠিক সেই সময় সজোরে ধাক্কা মারে ডাম্পারের। এই ঘটনায় তিনি গুরুতর জখম হন। স্থানীয়রা উদ্ধার করে শ্রীরামপুর প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়। কিছুক্ষণ চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় অবসরপ্রাপ্ত শিক্ষকের। ঘটনাস্থলে পৌঁছয় পুড়শুড়া থানার পুলিশ। এই ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তার ধারে দাঁড়িয়ে ছিলেন পরিমল বাবু তখনই একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত গতিতে ধাক্কা মারে। স্থানীয় এলাকার মানুষজন ঘটনার নজর আসতেই ছুটে ঘটনাস্থলে গেলেও পলাতক হয় ডাম্পার। গুরুতর জখম অবস্থায় পড়ে থাকেন ওই শিক্ষক। তড়িঘড়ি তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
advertisement
advertisement
পরিবার সূত্রে জানা যায়, নিত্যদিনের মতন পরিমল বাবু বাজারে যেতেন। হঠাৎই  দুর্ঘটনা হয়েছে  বলে খবর আসে এলাকা থেকে । বাড়ির সকলে মিলে হাসপাতালে পৌঁছলেও শেষ রক্ষা করতে পারেননি পরিবারের সদস্যরা।
খবর পাওয়া মাত্রই তড়িঘড়ি ঘটনাস্থলে পঞ্চায়েত পুড়শুড়া থানার পুলিশ। যদি ওই ডাম্পারটি আটক করার জন্য তল্লাশি চালাচ্ছেন কীভাবে এই পথ দুর্ঘটনা সে নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।
advertisement
শুভজিৎ ঘোষ
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: রাস্তার ধারে দাঁড়িয়েছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক, ডাম্পারের ধাক্কায় ঘটে গেল চরম পরিণতি
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement