জানা গিয়েছে, নিজের বাড়িতেই চুরি করতে গিয়ে ধরা পড়েছিলেন মায়ের কাছে। কিন্তু মা চুরির জিনিস ছিনিয়ে নিতে গিয়েই পড়তে হল বিপদের মুখে। বালিশ চাপা দিয়ে মাকে মেরে ফেলার চেষ্টা করে বলে অভিযোগ ওঠে ছেলের বিরুদ্ধে। কোনও ক্রমে চিৎকার করলে রক্ষা পায় স্থানীয়দের সহযোগিতায়। কিন্তু সে পালায় মাঠের দিকে। কিন্তু শেষ রক্ষা হয়নি। স্থানীয় কয়েকজন যুবক তাকে ধরে ফেলেন।
advertisement
স্থানীয় সুত্রে খবর, এই নিয়ে গ্রাম ও আশেপাশের গ্রামে প্রায় ১০ থেকে ১২বার চুরি করতে গিয়ে ধরা পড়ে আকাশ নামের এই যুবক। এদিনও তাকে ধরে বেঁধে রাখা হয় গাছে। নেশার ইচ্ছা জাগলেই চুরির ঘটনা ঘটায় সে। তাতেই স্থানীয়রা ধরে গাছে বেঁধে খবর দেয় পুলিশকে। এদিকে চুল বড় থাকায় তার মাথা ন্যাড়া করে দেয় স্থানীয়রা।
আরও পড়ুনঃ Ajinkya Rahane: দিনভর বৃষ্টির পর রাতে ইডেনে এল রাহানে ঝড়! তাণ্ডব চালালেন কেকেআর অধিনায়ক
ডোমকলের ডুমুরতলা ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত আকাশ সেখকে আটক করে নিয়ে যায়। পরে হস্তান্তর করা হয় থানায়। যুবকের মায়ের অভিযোগ, বর্তমানে নেশায় আসক্ত তাঁর ছেলে। চিকিৎসকের পরামর্শ নেওয়া হলেও কোনও কথা শোনে না। তবে হঠাৎই দেখি বাড়িতে গয়না চুরি করছে। তখন হাতে নাতে ধরতেই আমাকে খুনের চেষ্টা করে। পরে গ্রামের বাসিন্দারা উদ্ধার করে আমাকে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
কৌশিক অধিকারী






