Ajinkya Rahane: দিনভর বৃষ্টির পর রাতে ইডেনে এল রাহানে ঝড়! তাণ্ডব চালালেন কেকেআর অধিনায়ক

Last Updated:
Ajinkya Rahane: আইপিএল ২০২৫-এর প্রথম ম্যাচেই টস হার ও তারপর প্রথম ওভারেই কুইন্টন ডিকককের উইকেট হারানো চিন্তা কিছুটা বাড়িয়েছিস কেকেআর ফ্যানেদের। তারপর ইডেনে এল রাহানে ঝড়।
1/6
আইপিএল ২০২৫-এর প্রথম ম্যাচেই টস হার ও তারপর প্রথম ওভারেই কুইন্টন ডিকককের উইকেট হারানো চিন্তা কিছুটা বাড়িয়েছিস কেকেআর ফ্যানেদের। (Photo Courtesy- AP)
আইপিএল ২০২৫-এর প্রথম ম্যাচেই টস হার ও তারপর প্রথম ওভারেই কুইন্টন ডিকককের উইকেট হারানো চিন্তা কিছুটা বাড়িয়েছিস কেকেআর ফ্যানেদের। (Photo Courtesy- AP)
advertisement
2/6
কিন্তু দিনভর কলকাতায় যে হাল্কা বৃষ্টি হয়েছিল তা ছিল ঝলক। অজিঙ্কে রাহানে রূপে ঝড় এল রাতে ইডেন গার্ডেন্সে। বিধ্বংসী ব্যাটিং করলেন কেকেআর অধিনায়ক। (Photo Courtesy- AP)
কিন্তু দিনভর কলকাতায় যে হাল্কা বৃষ্টি হয়েছিল তা ছিল ঝলক। অজিঙ্কে রাহানে রূপে ঝড় এল রাতে ইডেন গার্ডেন্সে। বিধ্বংসী ব্যাটিং করলেন কেকেআর অধিনায়ক। (Photo Courtesy- AP)
advertisement
3/6
প্রথম ২ ওভারে ৫ রান ছিল কেকেআরের। তারপর গোটা পাওয়া প্লে জুড়ে শুধু রাহানে ঝড়। গতবার আইপিএলে সিএসকে জার্সিতে যে তাণ্ডব শুরু করেছিলেন তা বজায় রাখলেন কেকেআর জার্সিতেও। (Photo Courtesy- AP)
প্রথম ২ ওভারে ৫ রান ছিল কেকেআরের। তারপর গোটা পাওয়া প্লে জুড়ে শুধু রাহানে ঝড়। গতবার আইপিএলে সিএসকে জার্সিতে যে তাণ্ডব শুরু করেছিলেন তা বজায় রাখলেন কেকেআর জার্সিতেও। (Photo Courtesy- AP)
advertisement
4/6
পাওয়ার প্লে-তে একের পর এক চার-ছয় হাঁকিয়ে অধিনায়কোচিত ইনিংস খেলেন রাহানে। দলকে সামনে থেকে নেতৃত্ব দেন কেকেআর অধিনায়ক। আরসিবির কোনও বোলারই তার সামনে দাঁড়াতে পারেনি। (Photo Courtesy- AP)
পাওয়ার প্লে-তে একের পর এক চার-ছয় হাঁকিয়ে অধিনায়কোচিত ইনিংস খেলেন রাহানে। দলকে সামনে থেকে নেতৃত্ব দেন কেকেআর অধিনায়ক। আরসিবির কোনও বোলারই তার সামনে দাঁড়াতে পারেনি। (Photo Courtesy- AP)
advertisement
5/6
৬ ওভারে দলের স্কোর ৬০-এ পৌছো দেন অজিঙ্কে রাহানে। পাওয়ার প্লে শেষে রাহানের ব্যক্তিগত স্কোর ছিল ১৬ বলে ৩৯। ৩টি ছয় ও ৫টি চার মারেন তিনি। একইসঙ্গে নারিনের সঙ্গে শতরানের পার্টনারশিপ পূরণ করেন। (Photo Courtesy- AP)
৬ ওভারে দলের স্কোর ৬০-এ পৌছো দেন অজিঙ্কে রাহানে। পাওয়ার প্লে শেষে রাহানের ব্যক্তিগত স্কোর ছিল ১৬ বলে ৩৯। ৩টি ছয় ও ৫টি চার মারেন তিনি। একইসঙ্গে নারিনের সঙ্গে শতরানের পার্টনারশিপ পূরণ করেন। (Photo Courtesy- AP)
advertisement
6/6
কেকেআরের অধিনায়কত্বের অভিষেকে ব্যক্তিগত অর্ধশতরান করে নজির গড়লেন অজিঙ্কে রাহানে। ২৫ বলে নিজের হাফ সেঞ্চুরি করেন। হাফ সেঞ্চুরির ৪টি ছয় ও ৬টি চার মারেন রাহানে।  ৪৪ করে আউট নারিন। ৫৬ করে আউট হন রাহানে।(Photo Courtesy- AP)
কেকেআরের অধিনায়কত্বের অভিষেকে ব্যক্তিগত অর্ধশতরান করে নজির গড়লেন অজিঙ্কে রাহানে। ২৫ বলে নিজের হাফ সেঞ্চুরি করেন। হাফ সেঞ্চুরির ৪টি ছয় ও ৬টি চার মারেন রাহানে। ৪৪ করে আউট নারিন। ৫৬ করে আউট হন রাহানে।(Photo Courtesy- AP)
advertisement
advertisement
advertisement