জানা গিয়েছে ঝাড়গ্রামের বাসিন্দা এই শিশু কন্যা তার পরিবারের সঙ্গে মামা বাড়ি বেড়াতে গিয়েছিল। গত ২৭ মে ২০২০ সালে অন্যান্য শিশু দের সঙ্গে খেলছিল শিশু কন্যাটি। সেই সময় অভিযুক্ত রাজা মান্ডি ওই শিশু কন্যাকে কিছু দেখানোর অজুহাতে জঙ্গলে নিয়ে গিয়ে যৌন নিগ্রহ করে।
আরও পড়ুন: ভোট পেরোতেই জেলা জুড়ে অশান্তি, মারপিট! তাজা বোমা উদ্ধার বীরভূমে
advertisement
পরে জখম ও রক্তাক্ত অবস্থায় কাঁদতে কাঁদতে বাড়িতে এসে পুরো বিষয়টি জানায় শিশুকন্যাটি। জখম ওই শিশুকে সঙ্গে সঙ্গে ঝাড়গ্রাম হাসপাতালে ভর্তি করা হয়।ওই দিন রাতেই রাজা মান্ডির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে নির্যাতিতা শিশুর পরিবার। পকসো ধারায় মামলা রুজু হয়। ওই রাতেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।
আরও পড়ুন: দিঘা মোহনায় কী ভয়ঙ্কর কাণ্ড! ছোটাছুটি লেগে গেল মুহূর্তে, লক্ষ লক্ষ টাকার ক্ষতি
২০২০ সালে পুলিশ চার্জশিট জমা দেয়। ২০২২ সালে বিচার পক্রিয়া শুরু হয়। মোট ১২ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। এর মধ্যে পাঁচজন চিকিৎসকও ছিলেন। বুধবার আদালত রাজা মান্ডিকে দোষী সাব্যস্ত করে আদালত । এদিন বৃহস্পতিবার সাজা ঘোষনা হয়।এই বিষয়ে পকসো আদালতের বিশেষ পাবলিক প্রসিকিউটার জয়ন্ত রায় জানান, ” যৌন নিগ্রহের ঘটনায় আদালত ২০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছে।”
রাজু সিং