এই মুহূর্তে পিয়ালী অসুস্থ, সে এখনও কথা বলতে পারছে। পিয়ালিকে খুঁজে পাওয়া মাত্রই পর্বত আরোহণকারী এই সংস্থা সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে সে কথা জানায়। আগামিকাল তাঁকে হেলিকপ্টারে করে নিচে নামানো হবে।
আরও পড়ুনঃ ‘কথা বলতে পারব না…’, চিকিৎসা চলছে হাসপাতালে, আচমকা কী হল শতরূপের? উদ্বেগ
advertisement
সংস্থা সূত্রের খবর, মাকালু অভিযান শেষ করার পর শারীরিক ক্ষমতা ছিল না তাঁর। পিয়ালি খুব ধীর গতিতে এগোচ্ছিলেন। প্রায় ৭, ৮০০ মিটারে ক্যাম্প-৩ এ এসে অসুস্থ হয়ে পড়েন। সেখান থেকে কোনওভাবেই নড়াচড়া করতে পারছিলেন না। তাঁর সঙ্গে আটকে পড়েন এনগাংওয়া শেরপা। তার দুই সহযোগী তাঁকে উদ্ধার করলেও পিয়ালি আসতে পারেনি সেই সময়। পিয়ালির শারীরিক অবস্থার কথা জানতে পেরে পায়োনিয়র এজেন্সির তরফ থেকে একটি উদ্ধারকারী দল পাঠানো হয় পিয়ালিকে উদ্ধারের জন্য।
শুক্রবার বিকাল পাঁচ’টা নাগাদ তিন শেরপার উদ্ধারকারী দল ৭৮০০ মিটার উচ্চতায় থাকা পিয়ালির কাছে পৌঁছান। সেখানে পিয়ালীর প্রয়োজনীয় তাৎক্ষনিক চিকিৎসার ব্যবস্থা করেন। কিন্তু তাঁর শারীরিক অবস্থা এতটাই দুর্বল যে কোনওভাবেই নিচে আনা সম্ভব হচ্ছে না। আগামীকাল কাঠমান্ডু থেকে একটি হেলিকপ্টার পাঠানো হবে বেশ ক্যাম্প-৩ এ। সেখান থেকে হেলিকপ্টারে করেই কাঠমান্ডুতে এনে পিয়ালির চিকিৎসা করা হবে।
রাহী হালদার