পশ্চিম বর্ধমান জেলায় বিহারের হিন্দিভাষী মানুষজনের বসবাস অনেকটাই বেশি। ফলে ছট পুজো উপলক্ষে বিশেষ উৎসব দেখা যায় আসানসোল, দুর্গাপুরের প্রতিটা জায়গায়। আসানসোল, দুর্গাপুর, পানাগড় সহ জেলার প্রতিটি বড় শহর ও জনপদে ছটপুজোয় জাঁকজমক লক্ষ্য করা যায়। কালী পুজোর আগে থেকেই এখানে ছটের প্রস্তুতি শুরু হয়ে যায়। অন্যদিকে প্রশাসনিক মহলেও থাকে সতর্কতা।
advertisement
আরও পড়ুন: রেশন দুর্নীতিতে ইডির তোলপাড় দাবি! ‘বাকিবুর ইন্ডাস্ট্রির’ কোটি কোটি টাকা লেনদেনের প্রমাণ ফাঁস?
চলতি বছরেও আসানসোল, দুর্গাপুর এবং পানাগড়ের বিভিন্ন প্রসিদ্ধ নদীঘাটগুলিতে ছটপুজো উপলক্ষে বিশেষ ব্যবস্থা করা হয়েছিল। সব জায়গাগুলিতে করা হয়েছিল পর্যাপ্ত আলোর ব্যবস্থা। একইসঙ্গে ছিল শৌচালয় এবং মহিলাদের জন্য পোশাক বদল করার জায়গা। পুণ্যার্থীদের যাতে কোনও রকম অসুবিধা না হয় সেজন্য পুরনিগমের পক্ষ থেকে নানান ব্যবস্থা নেওয়া হয়েছিল। একইসঙ্গে পুলিশ প্রশাসন তৎপর ছিল নিরাপত্তা দিতে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে।
উল্লেখ্য, রবিবার বিকেল থেকেই ছট পুজোর জন্য ব্রতীরা বিভিন্ন ঘাটগুলিতে ভিড় করেছিলেন। তারপর সারা রাত ধরে তাঁরা অপেক্ষা করেছেন সূর্যোদয়ের জন্য। সূর্যের প্রথম আলো দেখতে পাওয়ার পরই রীতিমত উৎসব, আনন্দে মেতে ওঠে মানুষজন। চলে কুশল বিনিময়। পরিবারের মঙ্গল কামনা করে প্রার্থনা জানান ব্রতীরা। তারপর গত শুক্রবার থেকে শুরু হওয়া এই ব্রতর সমাপ্তি হয়।
নয়ন ঘোষ





