স্টেজে আলোর ঝলকানির মাঝেই এক নজরে দেখলে মনে হতে বাধ্য এ যেন বলিউড সিঙ্গার কুমার শানুই! কিন্তু না, তিনি রামপুরহাটের কাজীবর রহমান। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই সংগীতশিল্পীকে বলা হয় কুমার শানুর ডুপ্লিকেট।
প্রথম জীবনে কাজীবর রহমান কিশোর কুমারের গলাতে গান গাইলেও পরবর্তীতে মানুষজন অনেকেই তাঁকে কুমার শানু ভেবে ভুল করতে থাকেন। সেই থেকেই কাজীবর নিজেও কুমার শানুর একের পর এক হিট গান গাইতে থাকেন। মানুষের সামনে কুমার শানুর স্টাইলে তুলে ধরেছেন একের পর এক গান।
advertisement
আরও পড়ুন- মদ কেড়ে নিল সব! বিনোদ কাম্বলি এবার হারাবেন জীবনের সব থেকে দামি জিনিস!
কুমার শানু নিজেও হুবহু শানুর মতো দেখতে এই শিল্পীকে দেখে অবাক। তিনি তাঁর গানের প্রশংসা করেছেন। গুরু কুমার শানুকে মেনে, তার মতো কথা বলা চলন শৈলী এমনকী গানের গলাও রীতিমতো অবাক করে দিচ্ছে সকলকে। মধ্যমগ্রাম সুভাষ মেলায় সেই কাজীবর রহমানকে দেখতে হাজির হয়েছিলেন সকল বয়সের মানুষজন।
হিট বলিউড সং, বাংলা গান-সবই গাইছেন তিনি। একের পর এক গানে কয়েক ঘন্টা মাতিয়ে রাখেন এই জুনিয়র কুমার শানু। সাধারণ শ্রোতারাও বেশ কয়েকটি গানের অনুরোধ জানালেন কুমার শানুর নাম ধরে ডেকে, আসলে কাজীবর রহমানকে। কুমার শানুর সঙ্গে দেখা হওয়ার মুহূর্তের কথাও এদিন নিজে মুখে বলতে শোনা গেল কাজীবরকে।
আরও পড়ুন- ‘একটা চাকরির খুব দরকার’, সন্তোষ জয়ী বাংলা দলের নায়কের দাবি মুখ্যমন্ত্রীর কাছে!
এখন অনেকেই এই কুমার শানুর সঙ্গে ছবি তুলতে সেলফি তুলতে রীতিমতো ভিড় জমান বিভিন্ন অনুষ্ঠানে। তবে তার জন্য কাজীবর রহমান পুরো কৃতিত্বই দেন তার গুরু কুমার শানুকেই। এত মানুষের ভালবাসা ও আশীর্বাদ পেয়ে খুশি কুমার শানুর হামসকল বলে ভাইরাল হওয়া এই কাজীবর রহমান।
Rudra Narayan Roy