মদ কেড়ে নিল সব! বিনোদ কাম্বলি এবার হারাবেন জীবনের সব থেকে দামি জিনিস!

Last Updated:
Vinod Kambli home loan defaulter- আইফোন-এর কিস্তির টাকা শোধ করতে পারেননি কাম্বলি। ফলে ৬ মাস ধরে ফোন নেই তাঁর কাছে। চরম আর্থিক সঙ্কটের মধ্যে রয়েছেন ভারতীয় দলের প্রাক্তন এই ক্রিকেটার।
1/6
নিয়তি নাকি কর্মফল! বিনোদ কাম্বলির এমন অবস্থার ব্যাখ্যা করতে কোন শব্দটা সঠিক, তা এখন বলা মুশকিল। তবে পরিস্থিতি যে তাঁর জন্য আরও খারাপ হতে চলেছে, তা আর বলার অপেক্ষা রাখে না।
নিয়তি নাকি কর্মফল! বিনোদ কাম্বলির এমন অবস্থার ব্যাখ্যা করতে কোন শব্দটা সঠিক, তা এখন বলা মুশকিল। তবে পরিস্থিতি যে তাঁর জন্য আরও খারাপ হতে চলেছে, তা আর বলার অপেক্ষা রাখে না।
advertisement
2/6
মদ্যপানের অভ্যেস তাঁর পারিবারিক জীবন ও কেরিয়ার শেষ করে দিয়েছে। এবার প্রবল আর্থিক কষ্ট ভোগ করছেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন কাম্বলি। তবে তার পরই পেয়েছেন খারাপ খবর। জীবনের সব থেকে দামি জিনিস হারাতে চলেছেন তিনি। যে জিনিস তিনি অনেক কষ্ট ও পরিশ্রম করে তৈরি করেছিলেন।
মদ্যপানের অভ্যেস তাঁর পারিবারিক জীবন ও কেরিয়ার শেষ করে দিয়েছে। এবার প্রবল আর্থিক কষ্ট ভোগ করছেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন কাম্বলি। তবে তার পরই পেয়েছেন খারাপ খবর। জীবনের সব থেকে দামি জিনিস হারাতে চলেছেন তিনি। যে জিনিস তিনি অনেক কষ্ট ও পরিশ্রম করে তৈরি করেছিলেন।
advertisement
3/6
মুম্বইয়ের জুয়েল টাওয়ারে একটি বিলাসবহুল থ্রি বিএইচকে ফ্ল্যাটে থাকেন কাম্বলি। সেই অ্যাপার্টমেন্টে অজিত আগরকর, অজিঙ্ক রাহানেরও ফ্ল্যাট রয়েছে।
মুম্বইয়ের জুয়েল টাওয়ারে একটি বিলাসবহুল থ্রি বিএইচকে ফ্ল্যাটে থাকেন কাম্বলি। সেই অ্যাপার্টমেন্টে অজিত আগরকর, অজিঙ্ক রাহানেরও ফ্ল্যাট রয়েছে।
advertisement
4/6
বিনোদ কাম্বলি, তাঁর স্ত্রী আন্দ্রে ও সন্তানরা এই ফ্ল্যাটে থাকেন। তবে জানা যাচ্ছে, কাম্বলি নাকি হোম লোন-এর টাকা পরিশোধ করছেন না। ফলে ব্যাঙ্ক এবার কাম্বলিকে ঋণখেলাপি হিসেবে ঘোষণা করেছে। এতে কাম্বলির সমস্যা আরও বাড়ল।
বিনোদ কাম্বলি, তাঁর স্ত্রী আন্দ্রে ও সন্তানরা এই ফ্ল্যাটে থাকেন। তবে জানা যাচ্ছে, কাম্বলি নাকি হোম লোন-এর টাকা পরিশোধ করছেন না। ফলে ব্যাঙ্ক এবার কাম্বলিকে ঋণখেলাপি হিসেবে ঘোষণা করেছে। এতে কাম্বলির সমস্যা আরও বাড়ল।
advertisement
5/6
কাম্বলি এই ফ্ল্যাট কিনেছিলেন ২ কোটি টাকায়। এখন সেই ফ্ল্যাট-এর বাজারদর রয়েছে প্রায় ৮ কোটি টাকা। জানা গিয়েছে, দীর্ঘদিন ফ্ল্যাট-এর মেইনটেন্যান্স চার্জ দেননি কাম্বলি। ফলে কর্তৃপক্ষ তাঁর থেকে ১৮ লাখ টাকা পায়।
কাম্বলি এই ফ্ল্যাট কিনেছিলেন ২ কোটি টাকায়। এখন সেই ফ্ল্যাট-এর বাজারদর রয়েছে প্রায় ৮ কোটি টাকা। জানা গিয়েছে, দীর্ঘদিন ফ্ল্যাট-এর মেইনটেন্যান্স চার্জ দেননি কাম্বলি। ফলে কর্তৃপক্ষ তাঁর থেকে ১৮ লাখ টাকা পায়।
advertisement
6/6
জানা গিয়েছে, আইফোন-এর কিস্তির টাকা শোধ করতে পারেননি কাম্বলি। ফলে ৬ মাস ধরে ফোন নেই তাঁর কাছে। চরম আর্থিক সঙ্কটের মধ্যে রয়েছেন ভারতীয় দলের প্রাক্তন এই ক্রিকেটার।
জানা গিয়েছে, আইফোন-এর কিস্তির টাকা শোধ করতে পারেননি কাম্বলি। ফলে ৬ মাস ধরে ফোন নেই তাঁর কাছে। চরম আর্থিক সঙ্কটের মধ্যে রয়েছেন ভারতীয় দলের প্রাক্তন এই ক্রিকেটার।
advertisement
advertisement
advertisement