রামরাজতলা স্টেশনে প্রচুর মানুষ স্টেশন সংলগ্ন ক্রসিং পারাপার করে যাতায়াত করেন | রেলগেটের নীচ দিয়ে শরীর গলিয়ে লাইন পারাপার করছেন বিনা ভাবনায় | যেন কোনও ব্যাপারই নয়| এই পারাপারের তালিকায় অল্পবয়সি থেকে বয়স্ক—সবাই আছেন|
আরও পড়ুন: আসছে ঝড়…! বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি- কাঁপাবে দক্ষিণবঙ্গের ৪ জেলা, কী হবে কলকাতায়?
এমনকি, বাচ্চাদের নিয়ে মহিলারাও ফোন কানে নিয়ে পার হচ্ছেন | বিপদের তোয়াক্কা না করেই | দুই দিকের রাস্তায় অসংখ্য গাড়ি ও মানুষের জ্যাম লেগে যায় | রেলগেট পড়লে, রাস্তায় লম্বা লাইন পড়ে যায় গাড়ি, মোটরবাইক, টোটো-সহ নানা যানবাহনের |
advertisement
আরও পড়ুন: একদিনের জন্য বোলপুর গিয়ে এই ‘ফুলের বাড়ি’ একদম মিস করবেন না! জেনে নিন কোথায়?
রেলগেট বন্ধ থাকা সত্ত্বেও শহরবাসীর একাংশ সময় বাঁচাতে, গেট গলিয়ে অন্য পারে গিয়ে উঠছেন | স্কুল-অফিস টাইমে এই ছবি বেশি দেখা যায় | সাইকেল, ব্যাটারি-চালিত মোটর সাইকেল, স্কুটার কাত করিয়ে টেনে-হিঁচড়ে দুই গেট পার করে অন্য পারের রাস্তায় ওঠার দৃশ্য হামেশাই চোখে পড়ে | এলাকাবাসী দীর্ঘদিনের দাবী সাবওয়ে তৈরী করার, যাতে মানুষ নির্বিঘ্নে লাইন পারাপার করতে পারে জীবনের ঝুঁকি না নিয়ে |
রাকেশ মাইতি