ফলে দুষ্কৃতীদের খোঁজে ইতিমধ্যে শুরু হয়েছে তল্লাশি। এলাকার সমস্ত সিসিটিভি খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। অন্যদিকে ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে গিয়েছেন পাথরপ্রতিমার বিধায়ক সমীর কুমার জানা। তিনি জানান, “পাথরপ্রতিময় এমন ঘটনা বিস্ময়কর। এখনও পর্যন্ত এই ঘটনা কারা করল তার কোনও সূত্র মেলেনি। পুলিশ তদন্ত করছে।”
আরও পড়ুন : রাত নামলেই শুনশান রাস্তাঘাট, দিনেও কাজে যেতে হচ্ছে দল বেঁধে! দিনরাত শিয়ালের তাণ্ডবে অতিষ্ঠ সোনপলাশী
advertisement
জানা গিয়েছে, দুর্গা গোবিন্দপুর স্কুল মোড় এলাকায় বেশ কয়েকটি দোকান একেবারে পুড়ে গিয়েছে, যা দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় মানুষজন। একেবারে হুড়োহুড়ি পড়ে যায়। ঘটনার খবর পেয়েই আগুন নিয়ন্ত্রণে ছুটে আসে দমকলের একাধিক ইঞ্জিন। আসে বিশাল পুলিশ বাহিনী। এরমধ্যে স্থানীয় মানুষজন দেখেন, কিছুটা দূরে বিডিওর গাড়িচালক অমরেশ গিরির বাড়ির সামনে থাকা বিডিওর গাড়িটিও পুড়ছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্থানীয় মানুষজনই প্রথমে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে গাড়িটি প্রায় একাংশ ভস্মীভূত হয়ে গিয়েছে। এখানেই শেষ নয়, ঘটনার বেশ কিছুটা দূরে গ্রামের ভিতরে স্থানীয় মানুষজনের একাধিক বাড়িতেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বেশ কিছু গবাদি পশু পুড়ে মারা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। হামলার নেপথ্যে কে বা কারা তা নিয়ে ধন্দে পুলিশ আধিকারিকরা।






