এখনও পর্যন্ত পরিবারের চার সদস্য নিখোঁজ। ঘটনার সময় ঠিক কী ঘটেছে তা জানতে মরিয়া প্রয়াস চালাচ্ছে পুলিশ। তবে স্থানীয়রা জানিয়েছেন, বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে পাঁচ কিলোমিটার দূর থেকেও এর আওয়াজ পেয়েছেন সকলে।
আরও পড়ুন: সাত সকালেই ফের ট্রেন দুর্ঘটনা! প্রবল জোরে ধাক্কা দুই মালগাড়ির, লোকো পাইলট-সহ নিহত ৩, আহত ৫
advertisement
ঘটনাস্থলের ছবি বলে দিচ্ছে বিস্ফোরণের তীব্রতা ছিল কতটা। বিস্ফোরণের অভিঘাতে উড়ে গিয়েছে বাড়ির ছাদের একাংশ। সিলিং থেকে খসে পড়েছে বড় চাঙড়, বেঁকে গিয়েছে সিলিং ফ্যান। খাট-টেবিল সহ বাড়ির আসবাব পত্র পুড়ে ছাই। লন্ডভন্ড হয়ে রয়েছে রান্নাঘর।
এদিক ওদিক ছড়িয়ে রয়েছে বাজির খোল। সোমবার রাত সাড়ে ৯টা নাগাদ যেভাবে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে, তাতে কেঁপে ওঠেন আশপাশের লোকজন। সকালের আলো ফুটতেই ঘটনাস্থলে ভিড় করেছেন স্থানীয় বাসিন্দারা।
আরও পড়ুন: গুরুপত্নীর সঙ্গে লুকিয়ে প্রেম, পালিয়ে বিয়ে! ঝুলিতে একাধিক হিট গান, চিনতে পারছেন বিখ্যাত গায়ককে?
এখনও পর্যন্ত মোট ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এর মধ্যে ৬ মাস, ৪ মাস ও ৮ মাসের শিশু রয়েছে। ১১ বছরের এক নাবালকের মৃত্যুরও খবর পাওয়া গিয়েছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, ৮-১০ বছর ধরে ওই ব্যবসা চালাচ্ছিলেন দুই ভাই। সবটাই পুলিশ প্রশাসনের গোচরে ছিল বলে দাবি এলাকার বাসিন্দাদের। ঘটনার পর থেকে দুই ভাইয়ের কোনও খোঁজ পায়নি পুলিশ। তারা আহত অবস্থায় কোনও হাসপাতালে চিকিৎসাধীন কি না, তা স্পষ্ট নয়। দুই ভাই-সহ চারজনের খোঁজ চালাচ্ছে পুলিশ।
নবাব মল্লিক