Bollywood Singer: গুরুপত্নীর সঙ্গে লুকিয়ে প্রেম, পালিয়ে বিয়ে! ঝুলিতে একাধিক হিট গান, চিনতে পারছেন বিখ‍্যাত গায়ককে?

Last Updated:
Bollywood Singer: সঙ্গীত জগতে তিনি প্রথম পা রাখেন তবলা বাদক হিসেবে। অন‍্য এক বিখ‍্যাত গায়কের সঙ্গে তবলা বাজাতেন তিনি। ওই গায়কের স্ত্রী অর্থাত্‍ গুরুপত্নীর প্রেমে পড়ে গুরুপত্নীকে নিয়ে পালিয়ে যান গায়ক।
1/10
ভারতীয় সঙ্গীত জগতের অন‍্যতম সেরা প্রতিভা তিনি। তাঁর অপূর্ব গলা মুগ্ধ করে দেশবাসীকে। অসাধারণ প্রতিভাধর এই শিল্পীর ব‍্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহ বিস্তর।
ভারতীয় সঙ্গীত জগতের অন‍্যতম সেরা প্রতিভা তিনি। তাঁর অপূর্ব গলা মুগ্ধ করে দেশবাসীকে। অসাধারণ প্রতিভাধর এই শিল্পীর ব‍্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহ বিস্তর।
advertisement
2/10
বলিউডে শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করা মোটেই মুখের কথা নয়। প্রতিভার সঙ্গেই লড়াই করতে হয় আরও বিভিন্ন প্রতিকুল পরিস্থিতির সঙ্গে। অগণিত গায়কের ভিড়েই তিনি নিজের আলাদা তৈরি করে নিয়েছেন।
বলিউডে শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করা মোটেই মুখের কথা নয়। প্রতিভার সঙ্গেই লড়াই করতে হয় আরও বিভিন্ন প্রতিকুল পরিস্থিতির সঙ্গে। অগণিত গায়কের ভিড়েই তিনি নিজের আলাদা তৈরি করে নিয়েছেন।
advertisement
3/10
জনপ্রিয় এই গায়কের প্লেব‍্যাক খুব বেশি করেননি। তবে তাঁর গাওয়া প্রতিটি গানই প্রবল জনপ্রিয়। তবে কেবল প্লে ব‍্যাক নয়, তাঁর গাওয়া গজল এবং সুফিও শ্রোতাদের হৃদয়ে ঝড় তোলে।
জনপ্রিয় এই গায়কের প্লেব‍্যাক খুব বেশি করেননি। তবে তাঁর গাওয়া প্রতিটি গানই প্রবল জনপ্রিয়। তবে কেবল প্লে ব‍্যাক নয়, তাঁর গাওয়া গজল এবং সুফিও শ্রোতাদের হৃদয়ে ঝড় তোলে।
advertisement
4/10
তবে গান গেয়ে নয়, সঙ্গীত জগতে তিনি প্রথম পা রাখেন তবলা বাদক হিসেবে। অন‍্য এক বিখ‍্যাত গায়কের সঙ্গে তবলা বাজাতেন তিনি। ওই গায়কের স্ত্রী অর্থাত্‍ গুরুপত্নীর প্রেমে পড়ে গুরুপত্নীকে নিয়ে পালিয়ে যান গায়ক।
তবে গান গেয়ে নয়, সঙ্গীত জগতে তিনি প্রথম পা রাখেন তবলা বাদক হিসেবে। অন‍্য এক বিখ‍্যাত গায়কের সঙ্গে তবলা বাজাতেন তিনি। ওই গায়কের স্ত্রী অর্থাত্‍ গুরুপত্নীর প্রেমে পড়ে গুরুপত্নীকে নিয়ে পালিয়ে যান গায়ক।
advertisement
5/10
এই বিখ‍্যাত শিল্পী হলেন রুপ কুমার রাঠোর। ‘তুঝ মে রব দিখতা হ‍্যায়’, ‘মউলা মেরে’, ‘ও সাইঁয়া’র মতো অজস্র গান গেয়েছেন তিনি। তবে গানের পাশাপাশি তাঁর ব‍্যক্তিগত জীবন নিয়েও চর্চার শেষ নেই।
এই বিখ‍্যাত শিল্পী হলেন রুপ কুমার রাঠোর। ‘তুঝ মে রব দিখতা হ‍্যায়’, ‘মউলা মেরে’, ‘ও সাইঁয়া’র মতো অজস্র গান গেয়েছেন তিনি। তবে গানের পাশাপাশি তাঁর ব‍্যক্তিগত জীবন নিয়েও চর্চার শেষ নেই।
advertisement
6/10
বিখ‍্যাত গায়ক অনুপ জলোটার সঙ্গে তবলা বাদক হিসেবে কাজ করতেন রুপকুমার রাঠোর। অনুপ ছিলেন তাঁর গুরু। অনুপ জলোটার প্রাক্তন স্ত্রী সোনালী শেঠের প্রেমে পড়েন রুপকুমার। বিখ‍্যাত গায়ক অনুপ জলোটার সঙ্গে তবলা বাদক হিসেবে কাজ করতেন রুপকুমার রাঠোর। অনুপ ছিলেন তাঁর গুরু। অনুপ জলোটার প্রাক্তন স্ত্রী সোনালী শেঠের প্রেমে পড়েন রুপকুমার।
বিখ‍্যাত গায়ক অনুপ জলোটার সঙ্গে তবলা বাদক হিসেবে কাজ করতেন রুপকুমার রাঠোর। অনুপ ছিলেন তাঁর গুরু। অনুপ জলোটার প্রাক্তন স্ত্রী সোনালী শেঠের প্রেমে পড়েন রুপকুমার।
advertisement
7/10
গানবাজনার কারণেই অনুপ জলোটার বাড়িতে আসা যাওয়া ছিল রুপকুমারের। সেখানেই সোনালীর সঙ্গে তাঁর বন্ধুত্ব এবং প্রেম।৪ বছর ধরে সম্পর্ক লুকিয়ে রেখেছিলেন রূপ কুমার রাঠোড় এবং সোনালী শেঠ।
গানবাজনার কারণেই অনুপ জলোটার বাড়িতে আসা যাওয়া ছিল রুপকুমারের। সেখানেই সোনালীর সঙ্গে তাঁর বন্ধুত্ব এবং প্রেম।৪ বছর ধরে সম্পর্ক লুকিয়ে রেখেছিলেন রূপ কুমার রাঠোড় এবং সোনালী শেঠ।
advertisement
8/10
পরে মিডিয়াতে তাদের প্রেমের খবর ছড়িয়ে পড়ে। স্ত্রীর সঙ্গে রুপকুমারের সম্পর্ক জানতে পারার পর স্বাভাবিকভাবেই তলানিতে ঠেকে তাদের সম্পর্ক। রুপকুমারের কেরিয়ার তছনছ করতেও উঠে পড়ে লেগেছিলেন অনুপ
পরে মিডিয়াতে তাদের প্রেমের খবর ছড়িয়ে পড়ে। স্ত্রীর সঙ্গে রুপকুমারের সম্পর্ক জানতে পারার পর স্বাভাবিকভাবেই তলানিতে ঠেকে তাদের সম্পর্ক। রুপকুমারের কেরিয়ার তছনছ করতেও উঠে পড়ে লেগেছিলেন অনুপ
advertisement
9/10
তবে রুপকুমারের অসাধারণ প্রতিভাধর পাশাপাশি তাঁর পরিবারও বলিউড সঙ্গীত জগতের সঙ্গে যুক্ত। বিখ‍্যাত সঙ্গীতকার  জুটি 'নদীম-শ্রবণ' এর নিজের ভাই রুপকুমার। তবে ভাইদের সাহায‍্যে নয়, নিজের দক্ষতাতেই বলিউডে নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন রুপকুমার।
তবে রুপকুমারের অসাধারণ প্রতিভাধর পাশাপাশি তাঁর পরিবারও বলিউড সঙ্গীত জগতের সঙ্গে যুক্ত। বিখ‍্যাত সঙ্গীতকার জুটি 'নদীম-শ্রবণ' এর নিজের ভাই রুপকুমার। তবে ভাইদের সাহায‍্যে নয়, নিজের দক্ষতাতেই বলিউডে নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন রুপকুমার।
advertisement
10/10
রূপ এবং সোনালী সমাজের পরোয়া না করে ১৯৮৯ সালে বিয়ে করেন। তাঁদের বর্তমানে সুখের সংসার। তাঁদের এক কন‍্যাসন্তানও রয়েছে।
রূপ এবং সোনালী সমাজের পরোয়া না করে ১৯৮৯ সালে বিয়ে করেন। তাঁদের বর্তমানে সুখের সংসার। তাঁদের এক কন‍্যাসন্তানও রয়েছে।
advertisement
advertisement
advertisement