পশ্চিম মেদিনীপুরের কেশপুরের গ্রামীণ এলাকার যুবক প্রসেনজিৎ কর। বাবার সামান্য গ্যারেজে মেকানিকের কাজ করে চলে দিনযাপন। তবে তাঁর অদ্ভুত নেশা শিল্পকর্মের প্রতি। ছবি আঁকা থেকে চক কার্ভিং কিংবা পেন্সিল কার্ভিং করে ফুটিয়ে তোলেন নানা বিষয়বস্তুকে। গ্যারেজের কাজ সামলে রাতেই চলে তার শিল্পকর্ম। তবে এবারে পুজোর আগে পেন্সিলের সিসে ফুটিয়ে তুলেছেন ক্ষুদ্র দুর্গাপ্রতিমাকে। যার উচ্চতা মাত্র ৪.৫ মিলিমিটার।
advertisement
এর আগে ২০১৮ সালে বিশ্বের ক্ষুদ্রতম দুর্গা বানিয়ে ভারতে নজির তো গড়েছিলেনই তার পাশাপাশি ওয়ার্ল্ড রেকর্ড গড়েছিলেন প্রসেনজিৎ। ৫ ঘন্টা ৫৭ মিনিট সময় নিয়ে ৫.৫ মিলিমিটারের দুর্গা প্রতিমা বানিয়েছিলেন পেন্সিলের গ্রাফাইট কেটে। তবে এবারে প্রায় ১৬ ঘণ্টার চেষ্টায় তিনি বানিয়ে ফেলেছেন অতি ক্ষুদ্র দুর্গাপ্রতিমা।
প্রসেনজিৎ ইংরেজি সাহিত্যে স্নাতক পাস করেছেন। করেছেন আইটিআই কোর্সও। তবে ছোট থেকে শিল্পের প্রতি দক্ষতা এবং শিল্পকে নিয়ে নতুন নতুন ভাবনায় বদ্ধপরিকর ছিলেন তিনি। বাবার মেকানিক গ্যারেজে কাজ করার পর রাত্রিতে তিনি এই কাজ করেন। অস্কার জয়ের আনন্দে কখনও অস্কারের রেপ্লিকা আবার কখনও দেবী দুর্গার ক্ষুদ্র রূপকে ফুটিয়ে তুলেছেন পেন্সিল কার্ভিং এর মধ্য দিয়ে। প্রসেনজিৎ এর এই শিল্পকর্মের প্রশংসায় সকলে।
Ranjan Chanda