Ind vs Pak Weather Update: এশিয়া কাপের পর এবার বিশ্বকাপেও বৃষ্টির ছায়া, আহমেদাবাদে ভারত বনাম পাক ম্যাচের ওয়েদার আপডেট

Last Updated:
Ind vs Pak Weather Update: “যদিও গুজরাতে আগামী পাঁচ দিন আবহাওয়া শুষ্ক থাকবে বলে আশা করা হচ্ছে, ১৪ অক্টোবর আহমেদাবাদ জেলার বিচ্ছিন্ন জায়গায় হালকা বৃষ্টি হতে পারে।
1/8
: রাত পোহালেই বিশ্বকাপের মেগা ম্যাচ৷ আহমেদাবাদ ম্যাচের উন্মাদনায় ফুটছে৷ আর তার সঙ্গে ফুটছে গোটা দেশও৷ ১৪ অক্টোবর এখানে ভারত বনাম পাকিস্তান ম্যাচ ৷ ইতিমধ্যেই ২ দলই নিজেদের ২ টি করে ম্যাচ খেলেছে এবং ২ টিতেই জয়লাভ করেছে৷ Photo- AP
: রাত পোহালেই বিশ্বকাপের মেগা ম্যাচ৷ আহমেদাবাদ ম্যাচের উন্মাদনায় ফুটছে৷ আর তার সঙ্গে ফুটছে গোটা দেশও৷ ১৪ অক্টোবর এখানে ভারত বনাম পাকিস্তান ম্যাচ ৷ ইতিমধ্যেই ২ দলই নিজেদের ২ টি করে ম্যাচ খেলেছে এবং ২ টিতেই জয়লাভ করেছে৷ Photo- AP
advertisement
2/8
শেষ চারের টিকিট পাওয়ার ক্ষেত্রে পথ আরও একটু নিশ্চিত করতে এই ভারত বনাম পাকিস্তান ম্যাচে জয় খুব একটা বড় লাফ হবে৷ এদিকে এই ম্যাচেও বৃষ্টির অশনি সংকেত রয়েছে৷
শেষ চারের টিকিট পাওয়ার ক্ষেত্রে পথ আরও একটু নিশ্চিত করতে এই ভারত বনাম পাকিস্তান ম্যাচে জয় খুব একটা বড় লাফ হবে৷ এদিকে এই ম্যাচেও বৃষ্টির অশনি সংকেত রয়েছে৷
advertisement
3/8
ভারতের মৌসম বিভাগের (IMD) ওয়েদার আপডেট অনুযায়ি এই সময়ে আহমেদাবাদে এবং উত্তর গুজরাতে হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে৷ এমনকি ১৫ তারিখ থেকে দেশ জুড়ে নবরাত্রি শুরু৷ সেই নবরাত্রি উৎসবের সময় বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷
ভারতের মৌসম বিভাগের (IMD) ওয়েদার আপডেট অনুযায়ি এই সময়ে আহমেদাবাদে এবং উত্তর গুজরাতে হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে৷ এমনকি ১৫ তারিখ থেকে দেশ জুড়ে নবরাত্রি শুরু৷ সেই নবরাত্রি উৎসবের সময় বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷
advertisement
4/8
শনিবার মোতেরা এলাকার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত বনাম পাকিস্তানের বহুল প্রতীক্ষিত বিশ্বকাপের ম্যাচ অনুষ্ঠিত হবে,  এরপর নয় দিনব্যাপী নবরাত্রি উৎসব শুরু হবে ১৫ অক্টোবর থেকে। প্রাথমিকভাবে এই ম্যাচ ১৫ তারিখে থাকলেও এই নবরাত্রির কারণেই সেই দিন থেকে ম্যাচ সরিয়ে ১৪ তারিখ নিয়ে আসা হয়েছে৷
শনিবার মোতেরা এলাকার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত বনাম পাকিস্তানের বহুল প্রতীক্ষিত বিশ্বকাপের ম্যাচ অনুষ্ঠিত হবে,  এরপর নয় দিনব্যাপী নবরাত্রি উৎসব শুরু হবে ১৫ অক্টোবর থেকে। প্রাথমিকভাবে এই ম্যাচ ১৫ তারিখে থাকলেও এই নবরাত্রির কারণেই সেই দিন থেকে ম্যাচ সরিয়ে ১৪ তারিখ নিয়ে আসা হয়েছে৷
advertisement
5/8
আইএমডি-র দেওয় লেটেস্ট ওয়েদার আপডেট অনুসারে, উত্তর গুজরাতের  জেলাগুলিতে ইতঃস্তত, বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে৷ ১৪ ও  ১৫ অক্টোবর আহমেদাবাদে হালকা বৃষ্টি হতে পারে।
আইএমডি-র দেওয় লেটেস্ট ওয়েদার আপডেট অনুসারে, উত্তর গুজরাতের  জেলাগুলিতে ইতঃস্তত, বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে৷ ১৪ ও  ১৫ অক্টোবর আহমেদাবাদে হালকা বৃষ্টি হতে পারে।
advertisement
6/8
“যদিও গুজরাতে আগামী পাঁচ দিন আবহাওয়া শুষ্ক থাকবে বলে আশা করা হচ্ছে, ১৪ অক্টোবর আহমেদাবাদ জেলার বিচ্ছিন্ন জায়গায় হালকা বৃষ্টি হতে পারে।
“যদিও গুজরাতে আগামী পাঁচ দিন আবহাওয়া শুষ্ক থাকবে বলে আশা করা হচ্ছে, ১৪ অক্টোবর আহমেদাবাদ জেলার বিচ্ছিন্ন জায়গায় হালকা বৃষ্টি হতে পারে।
advertisement
7/8
“আকাশ অংশত মেঘলা থাকবে। পরের দিন, আহমেদাবাদ এবং অন্যান্য উত্তরের জেলাগুলিতে, যেমন বানাসকাঁথা, সবরকাঁথা এবং আরভাল্লিতে হালকা বৃষ্টি হতে পারে,” বলেছেন আহমেদাবাদের আবহাওয়া কেন্দ্রের পরিচালক মনোরমা মোহান্তি।
“আকাশ অংশত মেঘলা থাকবে। পরের দিন, আহমেদাবাদ এবং অন্যান্য উত্তরের জেলাগুলিতে, যেমন বানাসকাঁথা, সবরকাঁথা এবং আরভাল্লিতে হালকা বৃষ্টি হতে পারে,” বলেছেন আহমেদাবাদের আবহাওয়া কেন্দ্রের পরিচালক মনোরমা মোহান্তি।
advertisement
8/8
তিনি আরও বলেছেন ১৬ অক্টোবর বানাসকান্থা এবং সবরকাঁথা জেলাতেও হালকা বৃষ্টিপাত প্রত্যাশিত রয়েছে৷  তিনি যোগ করেছেন যে আহমেদাবাদের বেশ কয়েকটি জায়গায় ভারত বনাম পাকিস্তান ম্যাচে হালকা বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।
তিনি আরও বলেছেন ১৬ অক্টোবর বানাসকান্থা এবং সবরকাঁথা জেলাতেও হালকা বৃষ্টিপাত প্রত্যাশিত রয়েছে৷  তিনি যোগ করেছেন যে আহমেদাবাদের বেশ কয়েকটি জায়গায় ভারত বনাম পাকিস্তান ম্যাচে হালকা বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।
advertisement
advertisement
advertisement