তার এই সাইকেল যাত্রার জন্য ইঁদপুর ব্লক তৃণমূল অফিস থেকে রওনা দেওয়ার আগে তৃণমূলের তরফে তাকে সংবর্ধনা জানান হয়। সংবর্ধনা অনুষ্ঠানে, উপস্থিত ছিলেন বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি তারাশঙ্কর রায়, ইঁদপুর ব্লক তৃণমূলের সভাপতি রেজাউল খান-সহ অন্যান্য নেতৃত্বরা। উপস্থিত সকলেই উৎসাহিত করেন অসীমবাবুকে।
আরও পড়ুন-মাত্র ৫৩-তে সব শেষ…! অকালে চলে গেলেন বিখ্যাত অভিনেতা, বিনোদন জগতে বিরাট দুঃসংবাদ
advertisement
অসীম বাবু জানান, বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলাভাষীদের ওপর উদ্দেশ্য প্রণোদিতভাবে আক্রমণের প্রতিবাদে তার এই সাইকেল যাত্রা। রাস্তায় যাওয়ার পথে তিনি যেখানেই দাঁড়াবেন সেই এলাকায় যেভাবে বাংলা কথা বললে ও উপযুক্ত নথি থাকা সত্ত্বেও বিভিন্ন রাজ্যগুলিতে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকরা হেনস্থা হচ্ছেন তার কথা প্রচার করবেন বলে তিনি জানান।
বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি তারাশঙ্কর রায় জানান, একুশে জুলাই এর স্মরণে প্রচার-সহ বিভিন্ন রাজ্যে বাংলাভাষীদের উপর আক্রমণের প্রতিবাদে অসীম বাবুর এই সাইকেল যাত্রা বলে তিনি জানান।
নীলাঞ্জন ব্যানার্জী





