জানা গিয়েছে, সেচ দফতরের উদ্যোগে প্রায় সাড়ে সাত কোটি টাকা ব্যয়ে মুর্শিদাবাদে ৫০০ মিটার দীর্ঘ গার্ডওয়াল নির্মাণের কাজ করা শুরু হয়েছে। যা আগামী ২৮২ দিনের মধ্যে সম্পন্ন হওয়ার কথা। প্রকল্পটির মাধ্যমে এলাকার ভাঙন প্রবণ অংশগুলিকে স্থায়ী সুরক্ষা দেওয়া হবে বলে আশা।
আরও পড়ুন: শ্রাবণের শুরু…! জল ঢালতে তৈরি হচ্ছে বাঁক, দেখে নিন কত পড়ছে দাম
advertisement
গ্রামবাসীরা জানিয়েছেন, বেশ কয়েকদিন থেকে পদ্মা নদীতে জলস্তর অনেকটাই বেড়েছে। অল্প অল্প করে ভাঙতে শুরু করেছে পদ্মার পাড়। এর ফলে ভীষণ ভাবে আতঙ্কিত হয়ে পড়েছে তারা। রাতের বেলায় ঘুম হচ্ছে না এলাকাবাসীদের। যে কোনও মুহুর্তে পদ্মায় বাড়িঘর, রাস্তাঘাট তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। যদিও প্রশাসনের তরফ থেকে ভাঙন রোধের জন্য স্থায়ী কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না। সঠিকভাবে ভাঙন রোধের কাজ হচ্ছে না বলে অভিযোগ উঠেছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
উল্লেখ করা যেতে পারে, ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী লালগোলার তারানগর এলাকায় দীর্ঘদিন ধরে পদ্মা ভাঙন হচ্ছে। গতবছর পদ্মা ভাঙনের সময় নদীতে তলিয়ে গিয়ে মৃত্যু হয় এক সিভিক ভলেন্টিয়ারের। বহু মানুষ এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। তবে বিগত বছরে পদ্মার করাল গ্রাসে তারানগরের বহু বিঘা জমি নদীগর্ভে বিলীন হয়ে যায়। আতঙ্কে দিন কাটাচ্ছিলেন এলাকার মানুষ। এবার রাজ্য সরকারের তৎপরতায় নতুন করে আশার আলো দেখতে পাচ্ছেন স্থানীয়রা। এদিন প্রকল্প এলাকা পরিদর্শনে উপস্থিত ছিলেন বিধায়ক মহম্মদ আলি, যিনি কাজের গুণগত মান বজায় রাখার উপর জোর দেন।
তন্ময় মন্ডল






