Sawan 2025: শ্রাবণের শুরু...! জল ঢালতে তৈরি হচ্ছে বাঁক, দেখে নিন কত পড়ছে দাম
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
Sawan 2025: শুক্রবার থেকে শুরু হয়েছে শ্রাবণ মাস। শিব ভক্তরা এই মাসে বিশেষ অপেক্ষা করেন। হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে শ্রাবণে হিন্দু বর্ষের পঞ্চম মাস।
মুর্শিদাবাদ: শুক্রবার থেকে শুরু হয়েছে শ্রাবণ মাস। শিব ভক্তরা এই মাসে বিশেষ অপেক্ষা করেন। হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে শ্রাবণে হিন্দু বর্ষের পঞ্চম মাস। যে সময় ভগবান শিবের পুজো যাঁরা করেন, তাঁদের সমস্ত মনোকামনা পূরণ হয়। এই সময় মহিলারা স্বামীদের লম্বা জীবনের জন্য ব্রত রাখেন এবং কুমারী মেয়েরা শিবের মত স্বামী পাওয়ার জন্য এবং জীবনের সুখ প্রাপ্তির জন্য ব্রত রাখেন। শ্রাবণ মাসে বাঁক কাঁধে যাত্রাও বের করা হয়। এই যাত্রার সময় শিব ভক্তরা পবিত্র গঙ্গা নদী থেকে জল ভরে নিয়ে আসেন ও ভগবান শিবের অভিষেক করেন।
বর্তমানে মুর্শিদাবাদের বিভিন্ন দোকানে চলছে বাঁক তৈরি। যা বিক্রি করে লাভবান হচ্ছেন বিক্রেতারা। ১৫০ টাকা থেকে ১৫০০ টাকা পর্যন্ত ব্যয়ে বিক্রি করা হচ্ছে এই বাঁক। ঘুমর থেকে আরম্ভ করে ত্রিশূল দিয়ে সাজানো হয়। যার ফলে যে যেমন ভাবে সাজিয়ে তোলে তার সেই রকম দাম পড়ে। তবে এই শ্রাবণ মাসে বাঁক তৈরি করে লাভবান হচ্ছেন বিক্রেতারা। মনে করা হয় যাতে ভগবান শিব প্রসন্ন হন এবং ভক্তদের মন কামনা পূরণ করেন।
advertisement
advertisement
শ্রাবণ মাস শুরু হয়েছে গতকাল থেকেই। আগামী সোমবার শ্রাবণের প্রথম সোমবার। তাই সারা মাস জুড়ে জোর কদমে চলবে বাঁক তৈরি। কেউ বা রওনা দেবেন তারকেশ্বর। কেউ বা জল ঢালতে যাবেন নিজের জেলাতেই। তাই এখন বাঁক কিনতে ক্রেতারা ভিড় জমাচ্ছেন এখন দোকানে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
যদিও বিক্রেতারা জানান, এবছর বাজার মোটামুটি হারে বিক্রি হচ্ছে। বাঁক তৈরি করতে ১৫০ থেকে ১০০০ টাকা পর্যন্ত খরচ পড়ে। যেমন যে রকম বাঁক সাজাতে চাইছেন তার সেই রকম দাম পড়ে। তবে ক্রেতারা জানান, অন্যান্য বছরের থেকে এবছর দাম অনেকটাই বেশি। ফলে দ্রব্যমূল্য বাজারের মধ্যেই জল ঢালার জন্য সাধ্য না থাকলেও সাধের উপায় বের করেই ক্রয় করতে হচ্ছে এই বাঁক।
advertisement
কৌশিক অধিকারী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 19, 2025 4:41 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sawan 2025: শ্রাবণের শুরু...! জল ঢালতে তৈরি হচ্ছে বাঁক, দেখে নিন কত পড়ছে দাম